Howrah News| CCTV Footage: রাস্তায় ঝাড়ু দিচ্ছিল যুবক, ক্রেন এসে থেঁতলে দিল শরীর, CCTV-র raw footage রইল

Last Updated:

Dangerous Video: হাড় হীম করা দৃশ্য, ক্রেন চাপা দিল যুবককে৷

+
title=

#হাওড়া: হাড় হিম করা দৃশ্য, ভিডিও দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেবে আপনার! কীভাবে একজন জলজ্যান্ত যুবককে চাপা দিলে ক্রেন। ঘটনাটি ঘটে হাওড়া সাঁকরাইল চাপাতলা-বকুলতলা রোডের রাজগঞ্জ সংলগ্ন এলাকায়।
advertisement
বাজারের একটি দোকানে সামনে ঝাড়ু দিচ্ছিল ২৬ বছরের যুবক শেখ মফিজুল। মফিজুল একজন জরির কারিগর, জরির কাজ না থাকলে সে কখনও বসে থাকেনি। কারও দোকান বাজার করে দেয় তো আবার কারও দোকানে ঝাড়ু দিয়ে দিত৷ মালিকের খুশি মত কেউ কিছু খেতে দিত বা কেউ সামান্য কিছু টাকা দিত৷ কখনও সেই নিয়ে জোরাজুরি করেনি মফিজুল৷ যে যা দিত সেটা মুখ বুঝে নিত৷ অভাবে সংসার চালাতে এভাবেই ছিল দিন আনা দিন খাওয়া৷ এতেই কোনরকমে দিন পার হচ্ছিল মফিজুলের।
advertisement
অন্যান্য দিনের মতই, জরির কাজ না থাকায় বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিল মফিজুর৷ সকাল ৮ টা নাগাদ বাজারে এসে পৌঁছয়। তবে বাজার থেকে আর ঘরে ফেরা হল না মফিজুলের৷ একটি দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎই পিছন থেকে একটি ক্রেন এসে চাপা দেয় মফিজুলকে। রাস্তায় পড়ে থাকে মফিজুলের রক্তে মাখা দেহ৷ সেই সময়ের সিসিটিভি ফুটেজ রইল৷ তবে যারা একটু দুর্বলচিত্তের মানুষ, তারা চিন্তাভাবনা করেই দেখুন ভিডিওটা৷
advertisement
তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সাঁকরাইল হাজী এস টি হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে অবস্থার অবনতি বুঝলে তাকে স্থানান্তরিত করা হয় হাওড়া জেনারেল হাসপাতালে৷ হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় যুবকের। ঘাতক ক্রেনটিকে সাঁকরাইল থানার পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে৷ পলাতক ক্রেনের চালক। ঘটনায় শোকের ছায়া দক্ষিণ সাঁকরাইল বড় বাগানে মফিজুলের বাড়ি এলাকায়। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের সেই ঘটনার কথা বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে৷
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News| CCTV Footage: রাস্তায় ঝাড়ু দিচ্ছিল যুবক, ক্রেন এসে থেঁতলে দিল শরীর, CCTV-র raw footage রইল
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement