Howrah News: কচুরিপানার চাপে ভেঙে পড়ল বাঁশের সাঁকো!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কচুরিপানার চাপে শেষ পর্যন্ত ভেঙে পড়ল বাঁশের সাঁকো! এমনই অবাক ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার গ্রাম
হাওড়া: কচুরিপানার চাপে ভাঙল বাঁশের সাঁকো! ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায়। পানার চাপে ভাঙল দু-দু’টি বাঁশের সাঁকো। এর জেরে সমস্যায় পড়েছেন দামোদরের দুই পাড়ের হাজারখানেক মানুষ।
গ্রামীণ হাওড়ার আমতার বুক চিড়ে চলে গিয়েছে দামোদর নদ। এই নদী পারাপারের জন্য বেশ কয়েকটি বাঁশের সাঁকো রয়েছে। সেই সাঁকোর উপর ভরসা করেই মানুষ পারাপার করে। তেমনই আমতা-১ ব্লকের ফতেপুর ও আমতা-২ ব্লকের তাজপুরের মধ্যে বাঁশের সাঁকো আছে। প্রতিদিন এই সাঁকো দিয়েই কয়েক হাজার মানুষ পারাপার করেন। সাধারণ মানুষের পাশাপাশি সাইকেল, বাইক, ট্রলিও পারাপার করে সাঁকোগুলোর উপর দিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই দামোদরে পানার চাপ বাড়ছিল। বুধবার নদীতে জলের চাপ বাড়ে। তাঁর ফলেই পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে যায় ফতেপুর ও তাজপুরের মধ্যে সংযোগকারী এই বাঁশের সাঁকো। এর জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁশের সাঁকো মেরামতির কাজ শুরু হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফতেপুর-তাজপুরের বাঁশের সাঁকোর পাশাপাশি পানার চাপে ভেঙে যায় খসনান ও বাঁশবাগানের মধ্যবর্তী বাঁশের সাঁকোটিও। পাশাপাশি দু’টি সাঁকো একইসাথে ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন নদীপাড়ের অজস্র মানুষ।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 12:17 PM IST