Howrah News: হাওড়া বাগনানে একটি রক্তদান শিবিরের সূচনা করলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গ্রামীণ হাওড়ায় রক্তদান শিবির, সূচনায় তৃতীয় লিঙ্গের মানুষরা রক্তের কোনও জাত হয়না, রক্তের কোনও ধর্ম কিংবা লিঙ্গ হয়না।
#হাওড়া: রক্তের কোনো জাত হয়না, রক্তের কোনো ধর্ম কিংবা লিঙ্গ হয়না। রহিমের একফোঁটা রক্ত পারে রামকে বাঁচাতে,আবার রামের এক ফোঁটা রক্ত পারে রহিমকে বাঁচাতে। সমস্ত কিছুর ঊর্ধ্বে রক্তদান এই বার্তাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে বৃহস্পতিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল গ্রামীণ হাওড়ার ব্লাড ডোনার হোয়াটসঅ্যাপ গ্রুপ নামক একটি সংগঠন। সেই রক্তদানের সূচনা করলেন পিউ ভৌমিকের মতো তৃতীয় লিঙ্গের মানুষরা।
গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে বৃহস্পতিবার বাগনান হাই স্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করে ব্লাড ডোনার হোয়াটসঅ্যাপ গ্রুপ। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল। এদিনের রক্তদানের শিবিরে ছাত্র-যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয়। এদিন শুধু রক্তদান শিবির নয়, পাশাপাশি সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন 'আমতা স্বপ্ন দেখার উজান গাঙ', বাড়বেড়িয়া ব্রতচারী ধাম ও তিন রেড ভলান্টিয়ারকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে, আগামী মাসে গ্রামীণ হাওড়ার দু'ই বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী জাহিরা খাতুন ও ইত্তেসামা খাতুন স্পেশাল অলিম্পিক ফুটবলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন। তাদেরও এদিন সংবর্ধিত করা হয়।
advertisement
advertisement
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী মহম্মদ ফারুক, বাগনান হাইস্কুলের প্রধান শিক্ষক প্রভাস আদক, পিউ ভৌমিকের মতো বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ। সংগঠনের সম্পাদক শাশ্বত পাড়ুই জানান, আমাদের সমাজে এখনো বিভিন্ন ক্ষেত্রে ব্রাত্য তৃতীয় লিঙ্গের মানুষরা। আমরা তাদের অবজ্ঞা করি। কিন্তু তারাও আমাদেরই অঙ্গ। রক্তদানে কোনো বিভেদ হয়না। সেই বার্তা সমাজের কাছে তুলে ধরতে আমাদের রক্তদান শিবিরের সূচনা করলেন পিউ ভৌমিকের মতো মানুষেরা।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
June 03, 2022 11:38 AM IST