Howrah News|| শত শত বছর পরেও রয়েছে 'এই' গাছ! আজও হয় পুজো, মাহাত্ম্য জানলে চমকে যাবেন

Last Updated:

Howrah Viral Tree Video: দেবী মনসার আরাধনা হয় একপ্রকার ক্যাকটাস জাতীয় গাছকে দেবী রূপে মেনে। সেই গাছ অধিকাংশ পরিবারে যেমন বেদিতে লক্ষ্য করা যায় ঠিক সেইসঙ্গে তুলশিবা হরি মঞ্চ থাকে একই সঙ্গে।

+
title=

#হাওড়া: গ্রামীণ হাওড়ার হিন্দু পরিবারের প্রায় অধিকাংশ পরিবারে মনসা দেবীর আরাধনা হতে দেখা যায়। মনসা হলেন পৌরাণিক সনাতন ধর্মাবলম্বীদের দেবী। মনসামঙ্গল, চন্ডীমঙ্গল কাব্যে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। মূলত এক সময় যে কোনও বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে আরাধনা করা হত দেবী মনসার এমনটা জানা যায়। সেই রীতি নীতি প্রায় অধিকাংশ হিন্দু পরিবারেই লক্ষ্য করা যায় এখনও।
মূলত শনি মঙ্গলবার পুরোহিতের মাধ্যমে প্রতি ঘরে ঘরে পুজার্চনা অনুষ্ঠিত হয় দেবী মনসার। তবে মাটি বা অন্য শিলা মূর্তি সেভাবে দেখা যায় না। দেবী মনসার আরাধনা হয় একপ্রকার ক্যাকটাস জাতীয় গাছকে দেবী রূপে মেনে। সেই গাছ অধিকাংশ পরিবারে যেমন বেদিতে লক্ষ্য করা যায় ঠিক সেইসঙ্গে তুলশিবা হরি মঞ্চ থাকে একই সঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ পর পর দু'বার হেলায় হারিয়েছেন ক্যানসারকে, ঐন্দ্রিলার যুদ্ধ জয়ের একাধিক নজির
কিন্তু আমতা কুমুদেশ্বর শিব মন্দির লাগোয়া যে মনসা দেবী রয়েছে তা আশ্চর্যজনক। সেখানে যে গাছটিকে মনসা রূপে পুজো করেন গ্রামের মানুষ, দেবীর মহিমায় শত শত বছর ধরে গাছের আকার আকৃতি প্রায় একই রকম রয়েছে এমনটাই জানান স্থানীয় মানুষ। এলাকার প্রবীণ নবীন কেউ দেখেনি ওই গাছের প্রতিষ্ঠা সময়। গ্রামের মানুষের অনুমান শিব মন্দির লাগোয়া মনসা বেদিটি শিব মন্দিরের সঙ্গেই সম্পর্ক রয়েছে। অনুমান ওই সমসাময়িক কয়েক শত বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে এই মনসা বেদিটি।
advertisement
advertisement
আর সেই থেকেই ঠাকুর গাছটি অবস্থান ওই বেদিতে। যে মনসা গাছ তার আকৃতি প্রায় চার থেকে পাঁচ ফুটের মধ্যে আর সেই আঁকার আকৃতি দীর্ঘ কয়েক শত বছর ধরে একই রকম হয়ে রয়েছে। জানা যায়, জাগ্রত এই মায়ের পুজো বিশেষ বিশেষ দিনে জাঁকজমকপূর্ণ হয় সেই সঙ্গে শনি, মঙ্গলবার গ্রামের মানুষ মায়ের আরাধনা করেন নিয়ম মেনে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News|| শত শত বছর পরেও রয়েছে 'এই' গাছ! আজও হয় পুজো, মাহাত্ম্য জানলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement