Howrah News: দিঘার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, জখম ৪০ জন যাত্রী

Last Updated:

ভোররাতে সড়ক দুর্ঘটনা, গ্রামীন হাওড়া বাগনান চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দীঘাগামী যাত্রী বোঝাই বাস উল্টে আহত শিশু মহিলা সহ প্রায় ৪০ জন যাত্রী।

বাস উল্টে আহত ৪০ জন যাত্রী
বাস উল্টে আহত ৪০ জন যাত্রী
#হাওড়া: ভয়াবহ সড়ক দুর্ঘটনা গ্রামীণ হাওড়ার বাগনান চন্দ্রপুরে। যাত্রী বোঝাই বাস উল্টে আহত প্রায় ৪০ জন যাত্রী। সূত্রে জানা যায় রবিবার রাত্রি এগারোটা নাগাদ একটি বাস প্রায় ৬০ থেকে ৬৫ জন যাত্রী নিয়ে রানাঘাট রঘুনাথপুর থেকে দিঘার উদ্দেশে রওনা দেয়। মেদিনীপুর গামী ওই বাস রাত্র ৩ টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে গ্রামীণ হাওড়ার বাগনান চন্দ্রপুর ট্রাফিক গার্ড অফিস সংলগ্ন জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সূত্রে জানা যায়, দুর্ঘটনায় শিশু মহিলা সহ প্রায় ৪০-৪৫ জন যাত্রী আহত হয়।
আরও পড়ুন Malda News: স্বামীর জমানো কষ্টের টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী! ছেড়ে গেলেন ২ সন্তানকেও
পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আহতদের উদ্ধার করে স্থানীয় বাগনান হাসপাতাল এবং উলুবেরিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আহত ২৭ জন যাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় বলে জানা যায় হাসপাতাল সূত্রে।
advertisement
আরও পড়ুন Burdwan Water Project: আর কত দিনের মধ্যে শেষ হবে জল প্রকল্পের কাজ? অপেক্ষায় বর্ধমানের মানুষ
দুর্ঘটনাগ্রস্ত বাসে থাকা এক যাত্রী, প্রিয়াঙ্কা বিশ্বাসের কথায় জানা যায়, ৬০-৬৫ জন যাত্রী নিয়ে রানাঘাট রঘুনাথপুর থেকে রবিবার রাত্রি এগারোটা নাগাদ বাসটি রওনা দেয় দিঘার উদ্দেশ্যে। তখন বাসে থাকা যাত্রী প্রায় সকলেই ঘুমিয়ে, হঠাৎই ঝাঁকুনি কিছু বোঝার আগেই আছড়ে পড়ে বাস। ওই যাত্রীর কথায় জানা যায়, বাসে থাকা প্রায় প্রত্যেক যাত্রী কম বেশি আহত, ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ পৌঁছে উদ্ধার কার্য চালায়। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে বাগনান থানার পুলিশ। অতি দ্রুততার সঙ্গে পুলিশ ওই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
advertisement
advertisement
RAKESH MAITY
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: দিঘার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, জখম ৪০ জন যাত্রী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement