মাত্র ১ কাপ শসার রস, হুড়মুড়িয়ে কমবে ওজন!

Last Updated:

স্বাদ আনতে সামান্য লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দিতে পারেন৷ তাতে মেটাবলিজম বেড়ে যাবে৷

#কলকাতা: হজম ভালো করার জন্য অনেকেই ডায়েটে নিয়মিত শসা রাখেন৷ আর হজম ভালো হলে ওজনও কমবে দ্রুত৷ কিন্তু শসা খাওয়ারও নিয়ম আছে৷ যখন তখন শসা খেলেই কিন্তু কাজ হবে না৷ আরও ভালো হয় যদি শসার রস বা জ্যুস তৈরি করে খেতে পারেন৷ চিকিত্‍‌সকরা বলছেন, সপ্তাহে এক থেকে দু বার শসার রস খেলেই হুড়মুড়িয়ে কমে যাবে ওজন৷
কেন শসার রস উপকারী?
সামান্য ক্যালোরি
এক কাপ শসার রসে মাত্র ১৬ ক্যালোরি থাকে৷ এক পাউন্ড ওজন মানে ৩ হাজার ৩০০ ক্যালোরি৷ সুতরাং এক পাউন্ড ঝরাতে ৩ হাজার ৫০০ ক্যালোরি আপনাকে বার্ন করতে হবে৷ এক কাপ লেমন লাইম সোডায় ১৫১ ক্যালোরি থাকে৷ তার বদলে শসার জ্যুস খেলে তার অনেক কম ক্যালোরি৷ শুধু তাই নয়, শরীরের বাড়তে মেদও ঝরিয়ে দেয়৷
advertisement
advertisement
নেচারাল হাইড্রেটিং
শসার রসে থাকে প্রচুর জল৷ এক কাপ শসার জ্যুস খাওয়া মানে ২১৭ গ্রাম জলের সমান৷ আর ওজন কমানোর ক্ষেত্রে জলের বিকল্প নেই৷? একটি সমীক্ষায় দেখা গিয়েছে, একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে ২ কেজি ওজন কমিয়ে দিতে পারে৷
কী ভাবে খাবেন শসার জ্যুস?
অন্যান্য শাক-সবজির জ্যুস দিয়েও খেতে পারেন আবার শুধুও খেতে পারেন৷ স্বাদ আনতে সামান্য লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দিতে পারেন৷ তাতে মেটাবলিজম বেড়ে যাবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাত্র ১ কাপ শসার রস, হুড়মুড়িয়ে কমবে ওজন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement