Hooghly News: মাঠে ঘাস কাটছিলেন, হঠাৎ বজ্রপাত! এক নিমেষে সব শেষ

Last Updated:

মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল মহিলার। মর্মান্তিক ঘটনা আরামবাগে

হুগলি: ফের বজ্রপাতের বলি বাংলায়। মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম দুর্গা মালিক (৪২)। আরামবাগের রাগপুর এলাকার ঘটনা। রবিবার দুর্গাদেবী মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। তখনই ওই এলাকায় বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের জেরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আরামবাগ মেডিকেল কলেজে ওই মহিলার মৃত্যু হয়।
গ্রামবাসীরা জানিয়েছেন, রবিবার দুপুরের পর বৃষ্টি শুরু হয়। তখন থেকেই প্রবল বজ্রপাত হচ্ছিল এলাকায়। ওই সময় দুর্গা মালিক মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। তাঁর সামনেই একটি বাজ এসে পড়ে। তার অভিঘাতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ ওই অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসার চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মারা যান ওই মহিলা।
advertisement
advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দিনই বাড়িতে কাজকর্ম সেরে জমিতে ঘাস কাটতে যেতেন দুর্গাদেবী। রবিবার‌ও তাই করেছিলেন। কিন্তু সেটাই কাল হল। ঘটনা হল, গত কয়েক বছরে বাংলায় বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মাঠে ঘাস কাটছিলেন, হঠাৎ বজ্রপাত! এক নিমেষে সব শেষ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement