Hooghly News: গোটা শহরের রাস্তা ভাঙাচোরা, মাসের পর মাস চলে যায় শেষ হয় না কাজ!
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
সদর শহর চুঁচুড়ার অলিগলি থেকে বড় রাস্তা সবই ভাঙাচোরা বেহাল অবস্থা। দুর্ঘটনা ঘটছে নিত্যদিন। দীর্ঘ নয় দশ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি।
হুগলি: হুগলি জেলা সদর শহর চুঁচুড়ার অলিগলি থেকে বড় রাস্তা সবই ভাঙাচোরা বেহাল অবস্থা। দুর্ঘটনা ঘটছে নিত্যদিন। দীর্ঘ নয় দশ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি। সমস্যা বেড়েছে আরও বৃষ্টিতে, ভাঙাচোরা রাস্তার মধ্যে বৃষ্টির জল যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তাই নিয়ে এলাকার মানুষজন দ্বারস্থ বিধায়ক এর কাছে। রাস্তা না হওয়ায় স্থানীয় মানুষদের সঙ্গে রাস্তায় বসে পড়লেন বিধায়ক।পূর্ত দফতরের বিধায়কের সঙ্গে কথা বলে। রাস্তায় পাথর পরে রোলার আনা হয় কাজও শুরু হয়। একদিন কাজ করার পর আবার বন্ধ হয়ে যায় কাজ। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে তোলাফটকে যান বিধায়ক অবস্থানে বসবেন বলে স্থির করেন।
আরও পড়ুন: তাঁর মাথা ফাটায় রক্তাক্ত হয়ে ডার্বি বন্ধ হয়েছিল, ফের বন্ধ হল আরেক ডার্বি, কী বললেন রহিম নবি
বিধায়ক নিজেই বলেন, “অত্যন্ত নিম্ন মানের কাজ করছে।রাস্তায় জল জমে যাচ্ছে। পূর্ত দফতর কেএমডিএ কারো কথা শোনে না। তোলাফটক থেকে সাঁকোমোর প্রায় ছশো মিটার রাস্তা বেহাল রয়েছে। প্রচুর মানুষ যাতায়াত করেন। পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে বলেছে কাজ শুরু করবে। সহ্যের বাইরে চলে যাচ্ছে, আমাদের সরকার কিন্তু আমিই বলছি পূর্ত দফতর ও কেএমডিএ এরা কোন কথা শোনে না। নিজেদের মর্জি মাফিক চলে। ওরা যদি নিজেদের মর্জিমাফিক চলে আমিও মানুষের মর্জিতে চলব।মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে ওদের দয়ায় জিতিনি।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “গত শুক্রবারে আল্টিমেটাম দিয়েছিলাম ওরা কাজ শুরু করে আবার পালিয়ে গেছে। এজেন্সির সঙ্গে অফিসারদের কিসের সম্পর্ক তারা কাজ না করলে বের করে দাও। ব্ল্যাক লিস্টেড করে দাও। ব্ল্যাকলিস্টেড হচ্ছে না মানে? অফিসারদের সঙ্গে গড়া পেটা আছে।” কাজ শুরু না হচ্ছেনা বলে লোকজন নিয়ে বিধায়ক বসে পড়লেন রাস্তায়।স্থানীয় বাসিন্দা শ্যামল মাল বলেন, “যারা কাজ করছে তারা কিছু জানেনা।চারবার জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ল।আমরা সব জায়গায় চিঠি দিয়েছি।খুব খারাপ কাজ যেখানে সেখানে জল জমছে।” এখন দেখার বিধায়কের এই প্রতিবাদের পর কাজের গতি বাড়ে কি না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2024 3:50 PM IST








