Wedding Viral News|| সেজেগুজে অপেক্ষায় কনে! প্রেমিকাকে সঙ্গে নিয়ে বিয়ের মণ্ডপে হাজির বর! তোলপাড় হুগলি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Wedding Viral Video: প্রেমিকাকে সঙ্গে নিয়েই বিয়ের মণ্ডপে হাজির বর। ছোট থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় হুগলির চুঁচুড়ার সৌম্যদীপ সরকার। চাকা ও গতির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে সৌম্যদীপের।
হুগলি: ছোট থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় হুগলির চুঁচুড়ার সৌম্যদীপ সরকার। চাকা ও গতির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে সৌম্যদীপের। বাইক চালিয়ে নেপাল, সিকিম, সান্দাকফু অনেক জায়গাতেই ঘুরে বেরিয়েছেন। নিজের বাইককে প্রেমিকার মতো ভালোবেসে ফেলেছেন। বাইক তার জীবনের অংশ হয়ে গিয়েছে, তাই বিয়ে করতে যেতে সেই বাইকেই সওয়ার হলেন চুঁচুড়া সৌমদীপ সরকার।
চুঁচুড়ার উত্তর সিমলার বাসিন্দা সৌমদীপ পেশায় একজন কার্টুনিস্ট। নেশা বাইক চালানো। সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পরেন বন্ধুদের সঙ্গে। বাইক রাইডার হিসাবে এলাকায় তাঁর পরিচিতিও রয়েছে। ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি ঝোঁক। মার্শাল আর্টের পাশাপাশি স্কেটিং শেখেন।
আরও পড়ুনঃ বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?
চন্দননগর হরিদ্রাডাঙায় বিয়ে করছেন সৌমদীপ। অন্যরা যখন গাড়ি সাজিয়ে বিয়ে করতে যান। সৌমদীপ তার বাইককেই সাজিয়ে নিয়ে বিয়ে করতে চলেন। বিয়ে করতে যাওয়ার সময় ও নিজের প্রেমিকাকে সঙ্গেই দেখেছেন তিনি।
advertisement
advertisement
এ বিষয়ে সৌম্যদীপ জানায়, তাঁর হবু স্ত্রীও অ্যাডভেঞ্চার প্রেমী। সৌম্যদীপ তেমন তাঁর বাইককে ভালবাসে তেমনই তাঁর হবু স্ত্রীও বাইকপ্রেমী। আর তাঁরা দু'জনে ঠিক করেছেন বিয়ে করে দু'জন মিলে বাইকে করেই ফিরবেন। সৌমদীপ বলেন, বাইকের সঙ্গে আমার সম্পর্কটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে জীবনের কোনও ইভেন্টই বাইক ছাড়া ভাবতে পারি না।
সৌমদীপের প্রতিবেশী শান্তনু দত্তগুপ্ত বলেন, "আমাদের অনেকেরই প্যাশন আছে। তবে বিশেষ সময়ে তা হয়তো করা যায় না। সৌমদীপ এটা করতে পারছে বলে ভাল লাগছে।"
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2023 11:22 AM IST







