Hooghly News: পাঞ্জাবে অনুষ্ঠিত জাতীয় যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক হুগলির দুই খুদের

Last Updated:

পাঞ্জাবের ফিরোজপুরে অনুষ্ঠিত ৪৭ তম ন্যাশনাল জুনিয়র এন্ড সাব জুনিয়র যোগাশন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২ ছোট্ট দুই খুদের বড় সাফল্য। ওই প্রতিযোগিতায় দুইটি স্বর্ণপদক একটি রূপ ও একটি ব্রোঞ্জ নিজেদের নামে করে হুগলির সিঙ্গুর ব্লকের বছর ১৩ এর রিতম দাস ও স্বস্তিক কোলে।

+
যোগা

যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক বছর ১৩ এর দুই খুদের

#হুগলি : পাঞ্জাবের ফিরোজপুরে অনুষ্ঠিত ৪৭ তম ন্যাশনাল জুনিয়র এন্ড সাব জুনিয়র যোগাশন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২ ছোট্ট দুই খুদের বড় সাফল্য। ওই প্রতিযোগিতায় দুইটি স্বর্ণপদক একটি রূপ ও একটি ব্রোঞ্জ নিজেদের নামে করে হুগলির সিঙ্গুর ব্লকের বছর ১৩ এর রিতম দাস ও স্বস্তিক কোলে। পাঞ্জাব যোগা অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া এর পরিচালনায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল ৪৭ তম ন্যাশনাল জুনিয়র এন্ড সাব জুনিয়র যোগাশন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২।
সেখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন হুগলির সিঙ্গুরের বছর ১৩ এর দুই খুদে চ্যাম্পিয়ন। ওই প্রতিযোগিতায় তারা সিঙ্গেল সোলো যোগাসন ও গানের সঙ্গে রিদিমিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে। আগামী দিনে দেশের হয়ে সোনা জেতার লক্ষ্য রয়েছে দুই জনের। বর্তমান সময়ে সমস্ত অভিভাবকরা ছেলে মেয়েদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয় তার জন্য অন্য সব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে বিরত রাখছেন।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের সবথেকে ছোট জগদ্ধাত্রী প্রতিমা! কোথায় হয়েছে জানেন?
তবে দুই খুদের যোগাসনে স্বর্ণ জয় প্রমান করে দিচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা যোগাসনে যুক্ত রাখা বাচ্চাদের জন্য কতটা জরুরি। এই বিষয়ে স্বস্তিক ও রিতমের যোগা প্রশিক্ষক জানান, খেলাধুলা বা যোগাসন ছোট বয়স থেকে বাচ্চাদের চরিত্র গঠনে সহায়তা করে। মানসিক এবং চারিত্রিক বিকাশ যোগাসনের ফলে অনেকটাই বৃদ্ধি পায়। রীতম এবং স্বস্তিকের আগামী দিনের লক্ষ্য দেশের হয়ে যোগাসনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তার জন্য কঠিন পরিশ্রমের সঙ্গে প্রয়োজন নিবিড় মনোযোগ যা দুজনের মধ্যেই বিদ্যমান।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পাঞ্জাবে অনুষ্ঠিত জাতীয় যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক হুগলির দুই খুদের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement