Hooghly News: ভোটযজ্ঞের মধ্যেই চোখ রাঙানি ডেঙ্গুর, মশা দমনে পরিত্রাতা গাপ্পি মাছ
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
ডেঙ্গু থেকে বাঁচতে প্রাকৃতিক উপায় মোকাবিলা করার জন্য গাপ্পি মাছ ছাড়া হলো হুগলী-চুঁচুড়া পুরসভার বিভিন্ন জলাশয় ও নালা নর্দমা গলিতে।
হুগলি: ভোটের উত্তাপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তার মধ্যে জেলায় ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে। জমা জল থাকার ফলে বিভিন্ন জায়গা ও নালা নর্দমাগুলি এই সময় ডেঙ্গু মশার আঁতুঘর হিসাবে তৈরি হয়। তাই ডেঙ্গু থেকে বাঁচতে, প্রাকৃতিক উপায়ে মোকাবিলা করার জন্য গাপ্পি মাছ ছাড়া হলো হুগলী-চুঁচুড়া পুরসভার বিভিন্ন জলাশয় ও নালা নর্দমাগুলিতে।
কয়েক হাজার ছোট ছোট গাপ্পি মাছ তারা লড়াই করতে প্রস্তুত ডেঙ্গু মশার সঙ্গে। আসলে এই গাপ্পি মাছ হল প্রাকৃতিক অস্ত্র ডেঙ্গু মশার সঙ্গে লড়াই করার জন্য।
বর্ষার সময় বিভিন্ন জায়গায় জমা জলের মধ্যে ডেঙ্গুর মশারা ডিম পাড়ে। সেই ডিম ফুটে নতুন করে তৈরি হয় ডেঙ্গু মশা। তবে জলাশয়ের মধ্যে যদি এই ধরনের গাপ্পি মাছ ছাড়া থাকে, তাহলে মশার লার্ভাগুলিকে খেয়ে ফেলে পরিবেশকে ডেঙ্গু মুক্ত রাখতে সাহায্য করবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছড়ানো ব্যালট পেপার সোজা হাইকোর্টের টেবিলে! তাজ্জব বিচারপতি, তলব বিডিও
বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ধরে এলাকার বিভিন্ন জলাশয়ে ছাড়া হয় গাপ্পি মাছ। এই বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার এক কাউন্সিলর সরস্বতী পাল তিনি জানান, প্রতিবছরই ডেঙ্গুর সাথে মোকাবিলা করার জন্য গাপ্পি মাছ এক অনবদ্য উপায়। তাই বর্ষা শুরুর আগে থেকেই ডেঙ্গু মশা দমন করতে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বিভিন্ন জলাশয়গুলিতে।
advertisement
যার ফলে বর্ষার সময় যখন ডেঙ্গু মশার উপদ্রব বাড়বে তখন এই মাছগুলোও নিজেদের প্রজননের ফলে নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে। মশার লার্ভা গুলিকে খেয়ে তারা একদিকে যেমন নিজেদের জীবন ধারণ করবে অন্যদিকে পরিবেশকে ডেঙ্গু মুক্ত রাখতে সাহায্য করবে।
advertisement
ঘটনা প্রসঙ্গে সেখানকার এক স্থানীয় বাসিন্দা তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় তৎপর পুরসভা। সপ্তাহের সপ্তাহে বাড়ির আশেপাশে এসে মশা মারার তেল স্প্রে করা থেকে শুরু করে কোথাও কোন জমা জল আছে কিনা সেই বিষয়েও খবরাখবর নেওয়া হয় নিয়মিত। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 2:43 PM IST