Hooghly News: বন্ধুর মেয়েদের নিমন্ত্রণ করে অন্য পুরুষ দিয়ে ভোগ করানোর চেষ্টা! ভয়ঙ্কর অভিযোগে ধৃত মহিলা ও তার দুই সাগরেদ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাড়িতে নিমন্ত্রণ করে দুই মহিলার যৌন হেনস্থা করার চেষ্টার অভিযোগে ধৃত মহিলা! তাকে জেরা করে দুই সাগরেদকেও ধরল পুলিশ
#হুগলি: বন্ধুর দুই মেয়েকে নিমন্ত্রণ করে বাড়িতে ডাকেন মধ্যবয়সী মহিলা। তারপর তাদের ঠান্ডা পানীয় দেওয়ার নাম করে মাদক মেশানো পানীয় খাইয়ে অচেতন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সময়ে নাকি দুই অল্পবয়সী মেয়ের অচেতন অবস্থায় সুযোগ নিয়ে ঘরেতে পুরুষ ঢুকিয়েছিল ওই মহিলা। যাতে এই সুযোগে ওই দুই মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যায়! পরিকল্পনা করে বন্ধুর মেয়েদের এমন বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে ওই মধ্যবয়সী মহিলাকে! হুগলির শ্রীরামপুরের ঘটনা। ধৃত মহিলার নাম টুটু চৌধুরী। জানা গিয়েছে অতীতে মধুচক্রের কারবার চালানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ধৃত মহিলাকে জেরা করে পুলিশ তার দুই সাগরেদ অলোক দেবনাথ ও কিশোর দাসকেও গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুরের ঠাকুরবাড়ি স্ট্রিটের একটি বাড়িতে ভাড়া থাকত ধৃত টুটু চৌধুরী। সে এক বন্ধুর দুই মেয়েকে সম্প্রতি খাওয়ার জন্য বাড়িতে নিমন্ত্রণ করে। তখনই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে বলে অভিযোগ। ধৃত অলক দেবনাথ ও কিশোর দাসকেই ওই মহিলা দুই অল্পবয়সী মেয়ের যৌন হেনস্থা করার জন্য বাড়িতে ঢুকিয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। স্থানীয়দের দাবি, নিজের লক্ষ্য পূরণের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল টুটু চৌধুরী। কিন্তু তার বন্ধুর দুই মেয়ে শেষ মুহূর্তে চেঁচামেচি করায় প্রতিবেশীরা ছুটে আসেন। আর তাতেই সব ভেস্তে যায়। স্থানীয়দের দেখে দৌড়ে পালিয়ে যায় অলোক ও কিশোর।
advertisement
advertisement
এরপর অল্পবয়সী ওই দুই মেয়েকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন। প্রাথমিক চিকিৎসার পর তারা কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে। এরপর টুটু চৌধুরীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে তারা। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়ার সূত্র থেকে সোমবার বিকেলে অলোক দেবনাথ ও কিশোর দাসকে গ্রেফতার করা হয়। ধৃত ওই দুজনের বাড়ি শ্রীরামপুরের মাহেশ কলোনিতে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 8:39 AM IST