Road accident: লরি ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে মর্মান্তিক পরিণতি, মৃত দুই পুরুষ ও এক মহিলা
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
মঙ্গলবার একটি চার চাকা গাড়ির সঙ্গে একটি লড়ির সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। ঘটনা স্থলে এসে পৌঁছায় গুড়াপ থানার পুলিশ।
হুগলি: ভয়াবহ পথ দুর্ঘটনার মর্মান্তিক পরিণতি তিন জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে হুগলির গুরাপ এলাকায়। একটি চার চাকা গাড়ির সঙ্গে একটি লড়ির সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। গাড়ির মধ্যে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত তিন জন বিজলী মন্ডল, রণজিৎ মন্ডল ও বেচু ঘোষ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনা স্থলে এসে পৌঁছায় গুড়াপ থানার পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কলকাতার দিক থেকে একটি প্রাইভেট কার বর্ধমানের দিকে যাচ্ছিল। গাড়িতে চালকসহ এক দম্পতি ছিলেন।
গুরাপ থানার মাঝিনান এলাকায় প্রাইভেট গাড়িটি একটি লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। তারপরেই পিছন থেকে আরেকটি লরি সেই প্রাইভেট গাড়িটিকে গিয়ে চেপে দেয়। পথ দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। ঘটনার পরেই আসে পুলিশ।
আরও পড়ুনঃ মাঠে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের
পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনায় মৃত ওই তিনজনই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বিজলী ঘোষ ও রণজিৎ মন্ডল তারা দুজন ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। সেখান থেকে ডাক্তার দেখিয়ে মঙ্গলবার ভোরেই তারা কলকাতা বিমান বন্দরে ফেরেন।
advertisement
advertisement
সেখান থেকে প্রাইভেট গাড়ি করে নিজের বাড়ি ফেরবার সময় ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত গাড়ি চালক বেচু ঘোষ তিনিও একই এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে গ্রামীন পুলিশের আধিকারিকরা উপস্থিত হয়। গ্যাস কাটার দিয়ে গাড়িটির একাধিক অংশ কেটে গাড়ি থেকে তিনজনকে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে পথ দুর্ঘটনায় তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসরা।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2023 7:03 PM IST








