Hooghly News: গাড়ির ধাক্কায় ভাঙলো রেলগেট ! তীব্র যানজট বৈদ্যবাটি এলাকায়

Last Updated:

পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে বৈদ্যবাটী ১১ নম্বর রেলগেট। কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায়।

রেলগেট মেরামতির কাজ চলছে
রেলগেট মেরামতির কাজ চলছে
হুগলি: পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভাঙল রেলগেট। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বৈদ্যবাটী ১১ নম্বর রেল গেট এলাকায়। এই দিন সকালে একটি পণ্যবাহী গাড়ি রেল লাইন পারাপার করার সময় বন্ধ রেলগেটে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে ১১ নম্বর রেলগেট। ঘটনায় কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দননগরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি পণ্য বাহী গাড়ি। বৈদ্যবাটি রেল গেটের কাছে যখন গাড়িটি এসে পৌঁছায়, তখন রেলগেট বন্ধ হচ্ছিল সবে। তখনি ১১ নাম্বার রেল গেটে গাড়িটি সজোরে গেটে ধাক্কা মারে। ঘটনায় রেল গত ভেঙে যাওয়ার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। রেল গেটের পশ্চিম পারে স্থানীয়রা ওই পণ্যবাহী গাড়িটিকে পাকড়াও করে। ঘটনাস্থলে রেলপুলিশ এসে চালক সহ গাড়িটিকে আটক করে। শুরু হয় রেল গেট মেরামতির কাজ।
advertisement
advertisement
ঘটনার পর থেকে রেলগেট না থাকার জন্য একটি বড় লোহার রডকে হাতে করে গেটম্যানরা নিয়ে এসে বসাচ্ছেন। ট্রেন চলে গেলে আবারও সেটিকে হাতে করেই নিয়ে গিয়ে খুলে দেওয়া হচ্ছে। বৈদ্যবাটি রেলগেট এলাকা প্রচণ্ড যানজট পূর্ণ। জি টি রোডের ওই এলাকায় দিনের বেশিরভাগ সময়ই প্রচুর গাড়ি ও সাধারণ মানুষ যাতায়াত করে। ফলে রেলগেট না থাকলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই রেল আধিকারিকরা একদিকে রেলগেট মেরামতির কাজ করছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে আপৎকালীন পরিস্থিতিতে রেল আধিকারিকরা নিজের হাতে করে গেট বন্ধ এবং গেট খোলার কাজ করছেন।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গাড়ির ধাক্কায় ভাঙলো রেলগেট ! তীব্র যানজট বৈদ্যবাটি এলাকায়
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement