Hooghly News : শিয়ালের ভয়ে দরজায় খিল দিয়েছে পাণ্ডুয়ার মানুষ!

Last Updated:

শিয়ালের উপদ্রবে ঘুম ওড়ার জোগাড় পান্ডুয়ার মানুষের। অন্ধকার নামলেই ঘরের দরজা-জানালা এঁটে বসে থাকছেন তাঁরা। নেহাত বাইরে বের হতে হলেও লাঠিসোটা নিয়ে বের হচ্ছেন। বসেছে রাত পাহারা।

+
শিয়ালের

শিয়ালের উপদ্রব

#হুগলি: সূর্য ডুবলেই সুনসান হয়ে যাচ্ছে পাণ্ডুয়া। নেহাত দরকারে পড়ে যারা বাইরে বেরোচ্ছেন তাঁরা সঙ্গে রাখছেন মোটা লাঠি। শিয়ালের আতঙ্কে এমনই অবস্থা পাণ্ডুয়ার সরাই আমবাগান, নমাজগ্রাম, সোনারগ্রাম, চৌগাড়া, ক্ষীরকুণ্ডি সহ বিস্তীর্ণ এলাকায়।
হঠাৎ করেই পাণ্ডুয়ার বিভিন্ন এলাকায় শিয়ালের উৎপাত শুরু হয়েছে। অন্ধকার হলেই তারা যখন-তখন ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে মানুষকে আক্রমণ করছে। বাধ্য হয়ে বাসিন্দাদের লাঠিসোটা হাতে নিয়ে গ্রাম পাহারা দিতে শুরু করেছেন। ইতিমধ্যেই শিয়ালের দল বেশ কিছু বাসিন্দার উপর আক্রমণ করেছে। বাধ্য হয়ে শিয়ালের হাত থেকে বাঁচতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সন্ধে নামলেই বন্ধ করে দিতে হচ্ছে ঘরের দরজা-জানালা। রাস্তাঘাট দিয়েও চলা যাচ্ছে না। বলা নেই কওয়া নেই হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এসে আক্রমণ করছে শিয়ালরা। ফলে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রায় প্রতিদিন গৃহস্থের বাড়ি থেকে হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছে শিয়াল।
advertisement
advertisement
গ্রামবাসীদের এই শিয়াল আতঙ্কের কথা স্থানীয় পঞ্চায়েতের কানে গিয়েও পৌঁছেছে। পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, বিষয়টা বিডিওর মাধ্যমে বন দফতরকে জানিয়েছি। ওদের বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং শিয়ালগুলোকে ধরতে। এখন দেখার পাণ্ডুয়াবাসীর এই শিয়াল আতঙ্কের অবসান কবে ঘটে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News : শিয়ালের ভয়ে দরজায় খিল দিয়েছে পাণ্ডুয়ার মানুষ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement