Hooghly News: রাস্তা পরিণত হয়েছে মরণ ফাঁদে! সিঙ্গুরের বেহাল রাস্তা নিয়ে উদাসীন প্রশাসন
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
হুগলীর সিঙ্গুরের আনন্দনগর, সিঙ্গুর ২, নসিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দু’বছর ধরে প্রায় ১৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা কার্যত তৈরি হয়েছে মারুন ফাঁদে। এলাকাবাসীর অভিযোগ বারংবার প্রশাসনের দ্বারস্থ হলেও তাদের কথায় কর্নপাত করেননি প্রশাসন।
#হুগলি : হুগলীর সিঙ্গুরের আনন্দনগর, সিঙ্গুর ২, নসিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দু’বছর ধরে প্রায় ১৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা কার্যত তৈরি হয়েছে মারুন ফাঁদে। এলাকাবাসীর অভিযোগ বারংবার প্রশাসনের দ্বারস্থ হলেও তাদের কথায় কর্নপাত করেননি প্রশাসন। আথালিয়া, দেবত্তর,নসিবপুর, আনন্দনগর, আটিশাড়া সহ ১৫ টি গ্রামের ৫০ হাজার মানুষের যাতায়াত এই রাস্তায় উপর দিয়ে। রয়েছে ৫ টি হাইস্কুল, প্রাইমারি স্কুল ৭টি পাশাপাশি দুটি হাসপাতাল সহ একটি স্বাস্থ্য কেন্দ্র। রাস্তাটি পিচ উঠে, পাথর বেড়িয়ে, ইট বেড়িয়ে কঙ্কালসার চেহারা নিয়েছে। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা এমইটাই অভিযোগ স্থানীয়দের। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।
স্থানীয়দের দাবি বেশ কয়েক বছর আগে রাস্তা সারনোর জন্য মাপজোপ করা হয়েছিল। পরবর্তীকালে কোনও কাজ হয়নি। পঞ্চায়েত ভোটের আগে আদৌ কি রাস্তা সারানো হবে, সেই প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। আশীষ জানা স্থানীয় বাসিন্দা বলেন জীবনে ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তা তো নয়, খানাখন্দে ভরা। বহুবার পঞ্চায়েতকে জানিয়ে কোনও লাভ হয়নি। আমাদের বলা হয়েছিল রাস্তাটি হবে। পরে জানতে পারলাম আমাদের মিথ্যে কথা বলা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ এইচআইভি এইডস নির্মূল করার প্রতিকারে অঙ্গীকার বদ্ধ জেলা স্বাস্থ্য দফতর
এই বিষয়ে উপপ্রধান গোবিন্দ ধারা খারাপ রাস্তার বিষয়টি সম্পূর্ণ নস্যাৎ করে তিনি জানান, মানুষজন যাতায়াত করতে পারবে না এইরকম রাস্তার অবস্থা কোথাও নেই। কোথাও কোথাও রাস্তায় অল্প ক্ষয় ক্ষতি হয়েছে তবে সেটা খুব বড় বেশি কিছু নয়। নসিবপুরের শুধু একটি রাস্তার কাজই বাকি ছিল সেটির জন্য ইতিমধ্যে অনুমোদন পাওয়া গেছে খুব শীঘ্রই তার কাজ শুরু হবে।
advertisement
advertisement
Rahi Haldar
view commentsLocation :
First Published :
December 02, 2022 6:26 PM IST