Hooghly News: স্কুল চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের দেওয়াল!

Last Updated:

ভয়ঙ্কর ঘটনা! স্কুলে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের দেওয়াল। আতঙ্কিত ছোট ছোট পড়ুয়ারা

+
title=

হুগলি: স্কুল চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের দেওয়ালের একাংশ! এই ঘটনায় প্রবল আতঙ্কে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর দক্ষিণপাড়া বামাপদ দত্ত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। গোটা ঘটনায় ছোট ছোট পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের এই প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। অভিভাবকরা সংস্কারের কথা বারবার বলা সত্ত্বেও কোন‌ও ব্যবস্থা নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে বিভিন্ন প্রশাসনিক দফতরে লিখিতভাবে জানিয়েও লাভ হয়নি। বিদ্যালয়ে়ের অবস্থা এতটাই ভয়ানক ‌যে গ্রীষ্মকালে ছাত্র-ছাত্রীদের গাছতলায় বসিয়ে ক্লাস করান শিক্ষকরা। কিন্তু বৃষ্টি হ‌ওয়ায় গত কয়েকদিন ভগ্নপ্রায় স্কুল ভবনের মধ্যেই চলছিল ক্লাস। আর সেই সময়ই ঘটল দুর্ঘটনা।
advertisement
advertisement
এই বিষয়ে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে স্কুলটি। প্রধান শিক্ষককে বারবার বলা সত্বেও তিনি কোনরূপ কর্ণপাত করছেন না। এই পরিস্থিতিতে দুর্ঘটনার পর আরও ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে স্কুলে তালা ঝুলিয়ে দেবেন।
অন্যদিকে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, প্রায় সময় স্কুলে ক্লাস করার সময় ভেঙে ভেঙে পড়ছে কংক্রিটের টুকরো। খুদে পড়ুয়াদের নিয়ে বিপজ্জনক অবস্থায় পঠন-পাঠন করাতে হচ্ছে। বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রশাসনিক দফতরে লিখিতভাবে জানিয়েও কোন‌ও লাভ হয়নি।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: স্কুল চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের দেওয়াল!
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement