Hooghly News: ৩-০ গোলে সাংবাদিকদের ধরাশায়ী করল পুলিশ

Last Updated:

৩-০ গোলে সাংবাদিকদের ধরাশায়ী করল চন্দননগর পুলিশ কমিশনারেট। পুলিশ দিবসের প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা

হুগলি: পুলিশ দিবসে পুলিশ কর্মীদের ভাল কাজের জন্য পুরস্কৃত করল চন্দননগর পুলিশ কমিশনারেট। এদিন চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইন্স মাঠে পুলিশ ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়। তাতে তিন গোলে সাংবাদিকদের ধরাশায়ী করেন পুলিশ কর্মীরা।
পুলিশ দিবসের অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়া থানার উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। চুঁচুড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর অংশ হিসেবে বিশেষ র‍্যালিও আয়োজিত হয়।
advertisement
১ সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে পালিত হয়েছে পুলিশ দিবস। নানান কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। চন্দননগর পুলিশের পক্ষ থেকেও আজকের দিনটি পালন করা হয়। সকালে চুঁচুড়া পুলিশ লাইন্সের মাঠে অনুষ্ঠিত হয় পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের প্রীতি ফুটবল ম্যাচ। ৩-০ গোলে সাংবাদিকদের হারিয়ে দেন পুলিশ কর্মীরা। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান সাংবাদিক মিল্টন সেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। সেখানেই টিআইজি সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী এমন দশজন যারা ভাল কাজ করেছেন, কর্তব্যে সাহসিকতা দেখিয়েছেন তাঁদের পুরস্কৃত করেন কমিশনার। পরে চুঁচুড়া থানার রক্তদান শিবিরে যোগ দেন তিনি। সেখানে রক্তদান করেন ডিসিপি বিদিত রাজ বুন্দেশ সহ পুলিশ কর্মী ও সাংবাদিকরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদ সদস্য নির্মল চক্রবর্তী, মৌসুমী ঘোষ, বাঁশবেড়িয়া পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চ্যাটার্জি, চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়, উপ-পুরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ চুঁচুড়া পুরসভার কাউন্সিলররা। উপস্থিত বিশিষ্টজনদের স্মারক ও ফুলের স্তবক তুলে দেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী। শিবিরে মোট ৬৩ জন রক্ত দান করেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ৩-০ গোলে সাংবাদিকদের ধরাশায়ী করল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement