হোম /খবর /হুগলি /
মিড ডে মিলে পড়ুয়াদের পাতে 'অন্য কিছু'! হুগলির এই স্কুলকে ঘিরে উন্মাদনা

Hooghly News: মিড ডে মিলে পড়ুয়াদের পাতে 'অন্য কিছু'! হুগলির এই স্কুলকে ঘিরে উন্মাদনা

X
পিঠে [object Object]

Hooghly News: জানা যায়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, সব ছাত্র-ছাত্রীদের পিঠেপুলি পায়েস খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়।

  • Share this:

    গোঘাট: অভিনব উদ্যোগ স্কুলে। মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পাতে পড়ল পিঠে। এমনই ছবি ধরা পরল হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের চাতরা হাইস্কুলে। মিড ডে মিল মানেই ভাত, তরকারি, মাছ-মাংস। কিন্তু ছাত্র-ছাত্রীদের পিঠে খাওয়ানোর ব্যবস্থা করল স্কুল কর্তৃপক্ষ।

    শিক্ষক-শিক্ষিকা সহ মিড ডে মিলের কর্মীরা প্রায় ৩০০-রও বেশি ছাত্র-ছাত্রীদের পাতে বিভিন্ন পিঠেপুলি তুলে দিলেন। জানা যায়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, সব ছাত্র-ছাত্রীদের পিঠেপুলি পায়েস খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। নারকেলপুলি, মুগডাল এবং বিভিন্ন সবজি দিয়ে একটি পুর ও ক্ষীর, পাতে পড়ে সবই। এই অভিনব উদ্যোগ দেখে এলাকায় শোরগোল পড়ে যায়।

    আরও পড়ুন: মিস্টার ও মিসেস মালহোত্রাকে শুভেচ্ছা বলিপাড়ার, সিড-কিয়ারার বিয়ের ছবিতে প্রেমের তুফান

    আরও পড়ুন: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ

    এই বিষয়ে প্রধান শিক্ষক বলেন,  "অনেক দিন ধরেই ভাবছিলাম যে, সরকার তো প্রোটিন খাবার নিয়ে ব্যবস্থা করছেন এবং পয়সা দিচ্ছে। তাই ভাবলাম যে, স্কুল থেকে ছেলেমেয়েদের যদি পিঠে খাওয়ানো যায়। ছেলেমেয়েরা বিষয়টিতে খুবই খুশি।"

    অন্য দিকে বিদ্যালয়ের এক ছাত্র জানিয়েছে,  তারা যা অন্য কোনও স্কুলে দেখেনি, নিজেদের স্কুলে তা প্রথম হল। শিক্ষকদের সাধুবাদ জানিয়েছে সকলেই।শুভজিৎ ঘোষ

    First published:

    Tags: Hooghly, Hooghly news, Midday Meal, Pithepuli