Hooghly News: বিশ্ব কবিতা দিবস উপলক্ষে চন্দননগরের কবিদের চাঁদের হাট
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
এই দিন বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে চন্দননগরে সারাদিনব্যাপী কবিতা পাঠের অনুষ্ঠিত হয়।শতাধিক বাচিক শিল্পী ও কবি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হুগলি: প্রতিবছর ২১ মার্চ পালিত হয় বিশ্ব কবিতা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশহল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
এই দিন বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে অমিত ক্রিয়েশনের উদ্যোগে চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে সারাদিনব্যাপী কবিতা পাঠের অনুষ্ঠিত হয় ।শতাধিক বাচিক শিল্পী ও কবি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী গৌতম হালদার । সন্ধ্যায় বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন মুখার্জির আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
advertisement
advertisement
সারাদিনব্যাপী কবিতা উৎসব সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষে সুদীপা রায় জানান, সারাদিনব্যাপী তাদের এই কবিতা উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবিতা প্রেমী মানুষ একত্রিত হয়েছেন। সারাদিনব্যাপী চলবে কবিতা পাঠ। এই একটা দিন যে দিনে সমস্ত কবিতা প্রেমী মানুষরা সবকিছু ভুলে কবিতার টানে একত্রিত হন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কবিতা বিপ্লবের এক ভাষা যে ভাষা শিল্পের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কবিতা পাঠের মধ্যে দিয়ে এই দিন কবিতা প্রেমের সকল মানুষ উদযাপন করেন বিশ্ব কবিতা দিবস।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 5:13 PM IST