Hooghly News: করোনার পর চরম অপুষ্টিতে ভুগছে শিশুরা, সমস্যা মেটাতে চালু পুষ্টি পুনর্বাসন কেন্দ্র

Last Updated:

করোনার পর থেকে চরম অপুষ্টিতে ভুগছে শিশুরা। দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকার ফলেই এমন হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালু হল পুষ্টি পুনর্বাসন কেন্দ্র

+
title=

হুগলি: চরম অপুষ্টিতে ভুগছে শিশুরা। ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম, শরীরের হাড়-পাঁজর বেরিয়ে পড়েছে। হুগলিতে অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। তাদের চিকিৎসার জন্য জেলায় ১০ টি করে শয্যার পুষ্টি পুনর্বাসন কেন্দ্র তৈরি হয়েছে পান্ডুয়া এবং কামারপুকুরে।
এই পুষ্টি পুনর্বাসন কেন্দ্র চালাবে স্বাস্থ্য দফতর। এখানে চরম অপুষ্টিতে ভোগা শিশুদের ভর্তি করে চিকিৎসা করা হবে। তাঁদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া হবে। কামারপুকুর হাসপাতালের একটি নতুন বিল্ডিংয়ের একাংশে চালু করা হয়েছে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র। এরফলে এলাকার যে শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদেরকে দ্রুত এবং সম্পূর্ণ বিনামূল্যে সুস্থ করে তোলা সম্ভব হবে।
advertisement
advertisement
করোনা পর্বে রাজ্যে প্রায় দু’বছরেরও বেশি সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ ছিল। ফলে অপুষ্টি শিশুর সংখ্যা বেড়ে গিয়েছে বলে সরকারি রিপোর্ট থেকেই জানা গিয়েছে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু থাকলেও সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলত যথাযথ পুষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে। তাই পুষ্টি পুনর্বাসন কেন্দ্র তৈরি করে শিশুদের অপুষ্টি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
কামারপুকুর পুষ্টি পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানান, সরকারিভাবে জেলায় দুটি কেন্দ্র চালু করা হয়েছে। এইখানে ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের ভর্তি করা যায়। শিশুদের সঙ্গে শিশুর মাকেও এই কেন্দ্রে ভর্তি করে ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত রেখে পুষ্টিকর খাবার খাইয়ে সঠিক চিকিৎসা করে তাদের সম্পূর্ণ সুস্থ করে তোলা হবে। তারপর ছুটি মিলবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: করোনার পর চরম অপুষ্টিতে ভুগছে শিশুরা, সমস্যা মেটাতে চালু পুষ্টি পুনর্বাসন কেন্দ্র
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement