Hooghly News: খানাকুলের এই স্কুলে ভর্তি হলে ছাত্র-ছাত্রীদের লাগবে না অ্যাডমিশন ফি

Last Updated:

এই অবাক করা স্কুলটির নাম কেদারপুর হাইস্কুল। হুগলির খানাকুলের এক প্রত্যন্ত গ্রামে এটি অবস্থিত। মূলত গরিব পরিবারের ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করতে আসে।

+
title=

হুগলি: স্কুলে ভর্তি হতে লাগবে না অ্যাডমিশন ফি। উল্টে দুপুরে পেট ভরা খাবার দেওয়া হবে স্কুল থেকে। এমনই অবাক স্কুলের সন্ধান মিলল খানাকুলের এক প্রত্যন্ত গ্রামে। একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হতে চলা ছাত্র-ছাত্রীদের জন্য এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে ওই স্কুলের কর্তৃপক্ষ।
এই অবাক করা স্কুলটির নাম কেদারপুর হাইস্কুল। হুগলির খানাকুলের এক প্রত্যন্ত গ্রামে এটি অবস্থিত। মূলত গরিব পরিবারের ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করতে আসে। তাদের অনেকের বাড়িতে দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে লেখাপড়ার উপর। যারা দু’বেলা ভালো করে খেতে পায় না সেই সকল পরিবারের কাছে ছেলেমেয়েদের অ্যাডমিশন ফি দিয়ে স্কুলে ভর্তি করাটা একরকম বিলাসিতা। ফলে মাধ্যমিকের পর স্কুল ছুটের সংখ্যা ভয়াবহভাবে এই এলাকায় বেড়ে যায়। সেই পরিস্থিতি বদলাতেই কেদারপুর হাইস্কুল একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের অ্যাডমিশন ফি মুকুব করার পাশাপাশি প্রতিদিন স্কুলে তাদের পেট ভরা খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রীরা। তাদের আশা, এবার অন্তত লড়াই করে হলেও উচ্চমাধ্যমিকটা পাস করে যেতে পারবে।
advertisement
advertisement
এই বিষয়ে কেদারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীরা অর্থাভাবে স্কুলে ভর্তি হতে পারে না। সেই পরিস্থিতি বদলাতেই প্রশাসনের সহযোগিতা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: খানাকুলের এই স্কুলে ভর্তি হলে ছাত্র-ছাত্রীদের লাগবে না অ্যাডমিশন ফি
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement