Hooghly News: শিবরাত্রির দিন গঙ্গা স্নান করতে গিয়ে প্রাণ গেল বছর ১৭ কিশোরের
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে স্নান করতে গিয়ে জোয়ারের স্রোতে প্রাণ গেলো বছর ১৭ এর নাবালকের।
হুগলি: শিবরাত্রির দিন গঙ্গা স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে চান করতে নেবে জোয়ারের স্রোতে প্রাণ গেলো বছর ১৭ এর নাবালকের। মৃত ওই নাবালকের নাম সুজয় সাধুকা। এই বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুজয়।
স্থানীয় সূত্রে খবর, শিবরাত্রিরের দিন বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে গঙ্গা স্নান করতে এসেছিল বন্ধুদের সঙ্গে সুজয়। ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর ১.৩০ মিনিট। সময় ছিল গঙ্গায় জোয়ারের। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বাঁশি বাজিয়ে সতর্ক করছিলেন ঠিক সেই সময় তেই জোয়ারের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। স্থানীয়রা পুলিশ কর্মীদের সহযোগিতায় ঘণ্টা খানেক বাদে জল থেকে উদ্ধার করে। আশঙ্কা জনক অবস্থায় তাকে শ্রীরামপুর ওয়ালস হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
advertisement
advertisement
ঘটনায় গভীর শোকের ছায়া এলাকায়। স্থানীয়দের মধ্যে ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল সুজয়। পড়াশোনা ও খেলাধুলাতেও তৎপরতা ছিল। পরীক্ষার শেষ ও শিবরাত্রি সেই কারণে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল গঙ্গায়। সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে শেওড়াফুলি ফাঁড়ি এলাকার সমস্ত গঙ্গার ঘাট গুলিতে পুলিশ নিরাপত্তার জোরদার করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বেশি গভীর জলে কাউকে স্নান করতে নামতে দেওয়া হচ্ছে না।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2024 8:53 AM IST