Hooghly News: কী এমন হল যে আদালত ছেড়ে রাস্তায় নামলেন ল-ক্লার্করা!

Last Updated:

একাধিক দাবি দাওয়া নিয়ে আদালত ছেড়ে রাস্তায় নেমে হুগলিতে পথ অবরোধ করলেন ল'ক্লার্করা

হুগলি: পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা শুক্রবার হুগলির দুটি পৃথক জায়গায় পথ অবরোধ করেন। ল’ক্লার্কদের প্রতি বঞ্চনা, বৈষম্য ও অবহেলার প্রতিবাদে তাঁদের এই পথ অবরোধ। এ দিন সকাল সাড়ে ১১ টায় শ্রীরামপুর মহকুমা আদালতের ল’ক্লাকরা শ্রীরামপুর বটতলায় জিটি রোড অবরোধ করেন। অন্যদিকে চুঁচুড়া মহকুমা আদালতের ল’ক্লার্করা চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে রাস্তায় অবরোধ করেন। ৩০ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি।
ল’ক্লার্ক অ্যাসোসিয়েশন সুত্রে খবর, বিভিন্ন মহকুমা আদালতে আইনজীবী-বিচারকদের মত সমানভাবে কাজ করতে হয় ল’ক্লার্কদেরও। তবে তাঁরা সমস্ত কিছু থেকে বঞ্চিত। আদালত চত্বরে তাঁদের নির্দিষ্ট কোনও বসার জায়গা নেই, না আছে তাঁদের জন্য কোন‌ও শৌচাগারের ব্যবস্থা। এমনকি ল’ক্লার্কদের জন্য যে ‘রাইট টু অ্যাক্ট’ বা কাজের অধিকারের আইন রয়েছে তাও সর্বত্র কার্যকর হয় না। এই ধরনের ১৩ দফা দাবি নিয়ে শুক্রবার হুগলি জেলার ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা পথ অবরোধ কর্মসূচিতে নামেন।
advertisement
advertisement
এই বিষয়ে ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, তাঁদের যে ১৩ দফা দাবি রয়েছে সেই নিয়ে জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে এসেছেন। এতদিন হয়ে হয়ে গেলেও সেই ডেপুটেশনের ভিত্তিতে কোনরকমই ফলপ্রসূ কাজ হয়নি। তাঁদের দাবি যদি পূরণ না হয় তাহলে তাঁরা আগামী দিনে রাজ্যপালের কাছে যাবেন ডেপুটেশন দিতে। ল’ক্লার্করা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে দাবি আদায় করতে যদি দিল্লির রাজপথ অচল করতে হয় তাঁরা তাতেও প্রস্তুত আছেন। নিজেদের দাবি আদায় করার জন্য তাঁরা লক্ষাধিক মানুষ নিয়ে দিল্লির রাজপথের চাকা জ্যাম করবেন।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: কী এমন হল যে আদালত ছেড়ে রাস্তায় নামলেন ল-ক্লার্করা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement