Hooghly News: হনুমান আঁচড়ে-কামড়ে দিল উচ্চমাধ্যমিক পড়ুয়াকে

Last Updated:

টিউশন থেকে বাড়ি ফেরার সময় হনুমানের আক্রমণে গুরুতর আহত স্কুল ছাত্রী

হুগলি: টিউশন থেকে বাড়ি ফেরার পথে হনুমানের হাতে আক্রান্ত হল এক স্কুল ছাত্রী। তার আঁচড়ে মারাত্মক জখম হয়েছে সোমা রায় নামে ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডঙ্গল এলাকায়। আহত ছাত্রটিকে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, আহত সোমা রায় উচ্চমাধ্যমিক পড়ুয়া। এদিন সে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় ওই এলাকায় বেশ কয়েকটি হনুমান সোমার পথ আটকে দাঁড়ায়। ভয়ে, আতঙ্কে চিৎকার করে ওঠে ওই ছাত্রী। তাতে হতচকিত হনুমানরা সোমাকে আঁচড়ে, কামড়ে দেয়। মারাত্মক জখম হয় সে। স্থানীয়রা ছুটে এসে হনুমানগুলিকে তাড়িয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এরপর তাঁরাই দ্রুত তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই তাণ্ডব চালায় হনুমানের দল। আক্রান্ত হয় বহুলোক। এদিন ওই স্কুল ছাত্রী আক্রান্ত হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হনুমানের তাণ্ডব ঠেকাতে বন দ ফতর উপযুক্ত ভূমিকা নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। যদিও এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হনুমান আঁচড়ে-কামড়ে দিল উচ্চমাধ্যমিক পড়ুয়াকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement