Hooghly Murder: হাড়হিম করা দৃশ্য! হুগলির সিমলাগড়ে গলাকাটা অবস্থায় পড়ে কালনার বাসিন্দার দেহ
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Hooghly Murder: মঙ্গলবার হুগলির শিমলাগরের বাস স্টান্ডের সামনে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। গলা কাটা অবস্থায় এলাকায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাহী হালদার, হুগলি: পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দার গলাকাটা দেহ উদ্ধার হুগলির সিমলাগড়ে।মঙ্গলবার সকালে হুগলির সিমলাগড়ের স্থানীয় বাসিন্দারা ভয়ে আঁতকে ওঠেন। হাড় হিম করা সেই দৃশ্য। বাসস্ট্যান্ডের সামনে পড়ে রয়েছে একটা মানুষের মৃতদেহ। গলা কেটে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সে দৃশ্য যে কোনও মানুষকেই ভয় ধরিয়ে দেয়। ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দেহটি ওই অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শাহজাহান মণ্ডল। খুনের ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে রাস্তার উপর যাত্রী প্রতীক্ষালয়ের সামনে এক গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তি শাহজাহান মণ্ডল পাতিল পাড়া কালনা পূর্ব বর্ধমানের বাসিন্দা। বছর পঞ্চাশের শাহজাহান মাস দুয়েক ধরে সিমলাগরের স্টেশন সংলগ্ন এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। পরিবারে রয়েছে তার স্ত্রী জেসমিনা ও তার দুই কন্যাসন্তান। তাঁর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সিমলাগড়ের ওই বাসস্ট্যান্ড। মঙ্গলবার সকালে সেই মৃতদেহ প্রথম দেখতে পান পথচলতি মানুষ। মৃতদেহ পড়ে থাকতে দেখে তড়িঘড়ি স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন : সমুদ্র বরাবর লং ড্রাইভ! দিঘা মেরিন ড্রাইভ কেমন হবে? উদ্বোধনের আগে ছবিতেই তার এক ঝলক
view commentsপুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান কোনও ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির গলার নলি কেটে খুন করা হয়েছে। ইতিমধ্যেই সিমলাগড় এলাকা থেকে শাহজাহানের পরিচিত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।এই ঘটনার পিছনে কোনও রকম সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের কারণে শত্রুতা রয়েছে কিনা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কোনও রকম বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুনের ঘটনা, নাকি ব্যাক্তিগত শত্রুতার কারণে এই খুন করা হয়েছে, তাও খতিয়ে দেখছে পান্ডুয়া থানার পুলিশ।
Location :
First Published :
September 13, 2022 8:40 PM IST

