Hooghly News: ভাবাও যায়! হুগলি থেকে কেদারনাথ সাইকেলে যাচ্ছেন যুবক, ভরসা সবুজ সাথী সাইকেলের

Last Updated:

কেদারনাথ যাওয়ার শখ ছিল ছোট থেকে। কিন্তু আর্থিক প্রতিকূলতার জন্য যাওয়া হচ্ছিল না। সহায় হয়ে দাঁড়িয়েছে স্কুল থেকে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে পাওয়া বাই-সাইকেল।

+
ভাবাও

ভাবাও যায়! হুগলি থেকে কেদারনাথ সাইকেলে যাচ্ছেন যুবক, ভরসা সবুজ সাথী সাইকেলের

আরামবাগ: কেদারনাথ যাওয়ার শখ ছিল ছোট থেকে। কিন্তু আর্থিক প্রতিকূলতার জন্য যাওয়া হচ্ছিল না। সহায় হয়ে দাঁড়িয়েছে স্কুল থেকে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে পাওয়া বাই-সাইকেল। স্কুলের গণ্ডি পেরিয়ে কর্মজীবনে এলেও সেই বাই-সাইকেলে চেপেই কেদারনাথ যাত্রা করলেন হুগলির জেলার জাঙ্গিপাড়া ব্লকের যুবক কাত্তিক রুইদাস।
বাই-সাইকেলে চেপেই রবিবার জাঙ্গিপাড়া থেকে আরামবাগের উপর দিয়ে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন কার্তিক। দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের বোরোহাল সাতগড়া গ্রামের ছেলে কার্তিক।
advertisement
পেশায় কার্তিক কাঠমিস্ত্রি। তাঁর বাবা ভোলা রুইদাস পেশায় রাজমিস্ত্রী এবং মা রুপা রুইদাস সাধারণ গৃহবধূ। এতটা পথ সাইকেলে পাড়ি দেওয়া কঠিন ৷ পরিবারের লোকজন বাধা দিলেও তিনি থেমে থাকেননি ৷ তাঁদের কেদারনাথের প্রতি ভক্তি ও টান দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা অনুমতি দিয়েছে ।
advertisement
এই যাত্রা শুরু করা নিয়ে কার্তিক জানায় যে ছোটবেলা থেকেই তাঁর অনেকদিনের স্বপ্ন ছিল যে কেদারনাথে সাইকেলে করে যাবেন। বিভিন্ন মানুষকে সঙ্গে যাওয়ার কথা বললেও কেউ রাজি না হওয়ার কারণে অবশেষে একাই সাইকেল নিয়ে কেদারনাথের পথে রওনা দিলেন রবিবার।
কেদারনাথ দর্শন করতে একাই সাইকেল চালিয়ে এতটা দূরত্ব অতিক্রম করবেন। কোনও স্পনসর নেই। একাই রওনা দিলেন। তাঁর যাত্রা শুরুর দিনে হাজির ছিলেন গ্রামবাসীরা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ভাবাও যায়! হুগলি থেকে কেদারনাথ সাইকেলে যাচ্ছেন যুবক, ভরসা সবুজ সাথী সাইকেলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement