Hooghly News: ডাস্টার ছুড়ে চতুর্থ শ্রেণির ছাত্রের নাক ফাটালেন শিক্ষক! উত্তাল উত্তরপাড়া স্কুল
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Hooghly News: বুধবার সকালে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ক্লাস চলাকালীন হঠাৎই এক ছাত্র শিক্ষককে গিয়ে কিছু জানাতে গেলে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রকে ডাস্টার দিয়ে বেধড়ক মারতে থাকেন।
উত্তরপাড়া: ছাত্রকে ডাস্টার দিয়ে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে। ঘটনায় ওই চতুর্থ শ্রেণির ছাত্রের পরিবার উত্তরপাড়া থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
স্কুল সূত্রে খবর, বুধবার সকালে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ক্লাস চলাকালীন হঠাৎই এক ছাত্র শিক্ষককে গিয়ে কিছু জানাতে গেলে অভিযুক্ত শিক্ষক (আশিস আদক) ওই ছাত্রকে ডাস্টার দিয়ে বেধড়ক মারতে থাকেন। এরপর কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে যেতে থাকেন। সেই সময় ছাত্রের নাক দিয়ে রক্ত পড়তে থাকেন। সেই দেখে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা উদ্ধার করতে এলে তাঁদের উপরেও চড়াও হন ওই অভিযুক্ত শিক্ষক। ঘটনা সম্পর্কে এমনটাই জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
advertisement
advertisement
এরপর আহত ছাত্রর অভিভাবকদের জানানোর পর চিকিৎসার জন্য ওই ছাত্রকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল কর্তৃপক্ষর অভিযোগ, ওই অভিযুক্ত শিক্ষক এর আগেও ছাত্র এমনকি সহকর্মীদের গায়েও হাত তুলেছেন। তাঁরাও চান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
আহত ছাত্রর মা জানান, তাঁরা খুবই আতঙ্কিত। হয়তো আগামী দিনে অন্য কোনও ছাত্রর বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই প্রশাসনের উচিত ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার। যদিও এই বিষয় অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 06, 2023 5:25 PM IST










