Hooghly News | Viral News: এক বাড়িতেই থাকবে দুই স্ত্রী! বলিহারি শখ স্বামীর! অবশেষে যা হাল হল! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Hooghly News | Viral News: মায়ের মৃত্যুর দিনেই পালিয়ে যায় ছেলে! বিয়ে করে আনে দ্বিতীয় স্ত্রীকে! তারপর? জানলে অবাক হবেন
হুগলি: যেদিন মা মারা গিয়েছিল সেই দিনই বাড়িতে স্ত্রী কে রেখে অন্য মহিলার সঙ্গে পালিয়েছিল সাগর। দুই বউকে নিয়ে একই বাড়িতে থাকতে চেয়েছিলেন পেশায় হোম গার্ড সাগর চক্রবর্তী। প্রথম স্ত্রী রাজি না হওয়ায় তাকে শারীরিক নির্যাতন করে। এই ঘটনায় নির্যাতিতা গৃহ বধূ সোনালি চক্রবর্তী চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাড়িতে রয়েছে স্ত্রী ও মেয়ে তার পরেও অন্য এক মহিলাকে বিয়ে করে একই বাড়িতে থাকতে চান চুঁচুড়া আদালতের হোম গার্ড সাগর চক্রবর্তী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যে চন্দননগরের দু'নম্বর মাথাভাঙ্গা কলোনিতে। স্বামী অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেলেও এখনও তাকে নিয়ে সংসার করতে চায় স্ত্রী।
স্থানীয় সূত্রে খবর, ২০০৩ সালে সে মহাডাংগার সোনালিকে বিয়ে করে সাগর। এক মেয়েকে নিয়ে তাদের পরিবার। কয়েক দিন আগে সাগরের মা মারা যায়। ওই দিনই বেবি দাস নামে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায় সাগর। স্ত্রী সোনালি জানায় চার বছর ধরে ওদের মধ্যে সম্পর্ক রয়েছে। বারংবার বলা সত্ত্বেও পিছিয়ে আসেনি হোম গার্ড। এই কারণে নিজের স্ত্রীকে মারধোর করত মাঝে মাঝে।
advertisement
advertisement
সোনালীর অভিযোগ, সাগরকে মদত দিত সাগরের বাড়ির নিকট আত্মীয়রা। অভাগা সোনালিকে দেখভাল করছে এখন প্রতিবেশিরা। টালির বাড়িতে বসবাস এই পরিবারের। সোনালিকে দেখার কেউ নেই। অভিযোগ পেয়ে চন্দননগর থানা থেকে পুলিশ তদন্তে আসে। প্রতিবেশিরা ও সোনালি চাইছে সাগর ফিরে এসে যদি সংসার করে তাহলে তাদের কোনো আপত্তি নেই। স্বামী পালিয়ে চলে গেলেও এখনও তার ফিরে আসার আশায় দিন গুনছে অভাগা স্ত্রী চন্দননগর ২ং মহাডাংগার সোনালি।
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন অন্য মহিলাকে একই বাড়িতে নিয়ে এসে রাখবার জন্য মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করত ওই ব্যক্তি। বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করত। যার প্রতিবাদ প্রতিবেশীরা বরাবরই করেছেন। বর্তমানে অন্য এক মহিলাকে নিয়ে ঘর ছাড়া সাগর। প্রতিবেশীদের দাবি, যদি এই পাড়ায় তাদের থাকতে হয় তাহলে আইননিত স্ত্রী ও কন্যার সঙ্গেই তাকে থাকতে হবে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2023 6:21 PM IST









