Hooghly News: করোনা কাঁটা কাটিয়ে জগদ্ধাত্রী পুজোতে জমজমাট রিষড়া

Last Updated:

হুগলি বাসীর কাছে উৎসবের আনন্দ আরো দিগুণ হয়ে ওঠে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে। বহু মানুষের সসমাগম হয়। হাজারো হাজারো দর্শনার্থী পূজোর চারটে দিন ঠাকুর দেখতে আসেন। দর্শনার্থীরা মন কারে রিষড়ার নজর কাড়া  থিমের জন্য। সেই রকমই একটি নজর কাড়া থিমের প্যান্ডেল বানিয়েছেন ?

+
হরিসভার

হরিসভার এই বছরের থিম আনন্দধারা

#হুগলি : চন্দননগরের পর জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত হুগলি রিষড়া। চন্দননগরের নবমীর দিন থেকে রিষড়ায়পুজো শুরু হয়। হুগলি বাসীর কাছে উৎসবের আনন্দ আরও দ্বিগুণ হয়ে ওঠে জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে। বহু মানুষের সসমাগম হয়। হাজার হাজার দর্শনার্থী পূজোর চারটে দিন ঠাকুর দেখতে আসেন। দর্শনার্থীরা মন কারে রিষড়ার নজর কাড়াথিমের জন্য।
সেই রকমই একটি নজর কাড়া থিমের প্যান্ডেল বানিয়েছেন হরিসভা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এই বছরে তাদের থিম আনন্দধারা। বলা চলে মণ্ডপ দেখলেই সেই আনন্দধারা ফুটে বেরোয়।
advertisement
হরিসভা সার্বজনীনের এটি জুবিলি বর্ষ। করোনার দু'বছর মহামারী কাটিয়ে মানুষের জীবন আবারও ফিরেছে স্বাভাবিক ছন্দে। বিগত দুই বছর মানুষের জীবন থেকে সমস্ত রং আনন্দ সবই ম্লান হয়ে গিয়েছিল। আবারো সেই আনন্দকে মানুষের মনে ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা তারই নাম দেওয়া হয়েছে আনন্দধারা। মণ্ডপটি দেখলেই বোঝা যাবে সেখানে যতরকম আনন্দের ভঙ্গি রয়েছে তা সবই প্রতিকি স্বরূপ বানানো রয়েছে। মন্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠ কাগজ কাপড় সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত মণ্ডপ তৈরি করেছেন ৫০ বছর পূর্তি উপলক্ষে হরিসভা সার্বজনীন।
advertisement
হরিসভা সার্বজনীন এর একজন পূজা উদ্যোক্তা জানান, হরিসভার জগদ্ধাত্রী মা মানুষের কাছে বিশেষ ভাবে জাগ্রত। এক পাশে হরিসভা ও অপর পাশে তাদের পূজা মন্ডপ দুইয়ে মিলে মানুষের মনে আস্থার একটি গভীর স্থান রয়েছে। তিনি আরো জানান খোলা মনে মায়ের কাছে যদি কোন প্রার্থনা করা হয় তাদের ঠাকুর এতটাই জাগ্রত সেই প্রার্থনা পূরণ হবে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: করোনা কাঁটা কাটিয়ে জগদ্ধাত্রী পুজোতে জমজমাট রিষড়া
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement