Hooghly News : দৃষ্টিহীনদের নিয়ে এক বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন

Last Updated:

হুগলির চুঁচুড়ায় রবিবার দৃষ্টিহীন মানুষদের নিয়ে একটি সম্প্রীতিমূলক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। সেখানে হুগলি থেকে একটি দল এবং অন্য দল থাকে নদীয়ার কৃষ্ণনগর থেকে। 

+
ক্রিকেট

ক্রিকেট ম্যাচের ছবি

#হুগলি: হুগলির চুঁচুড়ায় রবিবার দৃষ্টিহীন মানুষদের নিয়ে একটি সম্প্রীতিমূলক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। সেখানে হুগলি থেকে একটি দল এবং অন্য দল থাকে নদীয়ার কৃষ্ণনগর থেকে। সম্প্রীতিমূলক এই ম্যাচটির নাম দেওয়া হয় ভিজুয়ালি চ্যালেঞ্জ কাপ।
১৫ ওভারের এই ম্যাচে দুই দলই জানপ্রান দিয়ে লড়াই করে। ১১ জন সদস্যের মধ্যে সম্পূর্ণরূপে দৃষ্টিহীন খেলোয়াড় ছিলেন ছয় জন। আংশিকভাবে দৃষ্টিহীন খেলোয়াড় ছিলেন পাঁচ জন। চুঁচুড়া ভগবতীডাঙ্গা ক্রিকেট গ্রাউন্ডে এই খেলা দেখতে বহু মানুষ ভিড় জমান।
advertisement
advertisement
দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করার বিশেষ উদ্দেশ্য, একদিকে যেমন দৃষ্টিহীন রা সব রকম ভাবেই কাজ করতে পারে সে রকম ভাবে তারা যাতে খেল খেলাধুলাও করতে পারে তা প্রমাণ করা। যদিও তাদের খেলা স্বাভাবিক ক্রিকেট এর থেকে একটু আলাদা তবুও তারা পিছিয়ে নেই এক কদম ও। এই খেলায় সমস্ত দৃষ্টিহীন মানুষরা বলের শব্দ শুনে ক্রিকেট খেলেন তাই একে অন্য কথায় সাউন্ড ক্রিকেটও বলা চলে।
advertisement
এই বিষয়ে এক প্রতিযোগী জানান, এই ক্রিকেটকে সাউন্ড ক্রিকেট বলা হয় কারণ দৃষ্টিহীন মানুষেরা বল দেখতে পাবেন না। কিন্তু তারা বলের শব্দ শুনে বলের শব্দ শুনে বুঝতে পারবেন বলটি কোথায় পড়ছে কখন তার কাছে আসছে। সেই ভাবেই এই খেলায় অংশগ্রহণ করা। তারা খুবই আনন্দিত এই খেলায় অংশগ্রহণ করতে পেরে। খেলাতে একদল জিতবে একদল হারবে এটাই স্বাভাবিক ঘটনা। নদীয়া এই বছর এই সাউন্ড ক্রিকেটে বিজয়ী হয়েছে। আগামী বছর হুগলি আরও জোরদার লড়াই করবে।
advertisement
Rahi Halder
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News : দৃষ্টিহীনদের নিয়ে এক বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement