Cyclone Alert: জোড়া সাইক্লোনের চোখরাঙানি! বঙ্গোপসাগর, আরব সাগর দুদিকই কাঁপবে,রইল আপডেট

Last Updated:
Cyclonic Storm: দুটো উপকূলই কাঁপবে, কারণ বঙ্গোপসাগর-আরবসাগর দুই জায়গাতেই গভীর আশঙ্কার সাইক্লোন...
1/8
নতুন করে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরে। আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগরে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।  Photo Courtesy- IMD/ Sattellite Image
নতুন করে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরে। আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগরে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।  Photo Courtesy- IMD/ Sattellite Image
advertisement
2/8
পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় মনদাউস শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে তামিলনাড়ু, কর্ণাটক ও কেরল সংলগ্ন এলাকায়।
পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় মনদাউস শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে তামিলনাড়ু, কর্ণাটক ও কেরল সংলগ্ন এলাকায়।
advertisement
3/8
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি কেরল উপকূলে আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে।শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের।   Photo Courtesy- IMD/ Sattellite Image
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি কেরল উপকূলে আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে।শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের।   Photo Courtesy- IMD/ Sattellite Image
advertisement
4/8
আরব সাগরের জেরে  সাইক্লোনিক স্টর্মের কেরল -করাইকল উপকূলে প্রচুর বৃষ্টি হবে৷ ১৩ ডিসেম্বর থেকে এই এলাকায় বৃষ্টি শুরু হবে৷ বইবে প্রবল ঝোড়ো হাওয়া৷
আরব সাগরের জেরে  সাইক্লোনিক স্টর্মের কেরল -করাইকল উপকূলে প্রচুর বৃষ্টি হবে৷ ১৩ ডিসেম্বর থেকে এই এলাকায় বৃষ্টি শুরু হবে৷ বইবে প্রবল ঝোড়ো হাওয়া৷
advertisement
5/8
এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে এবং তামিলনাড়ুর উপকূলে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে৷
এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে এবং তামিলনাড়ুর উপকূলে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে৷
advertisement
6/8
আজ ও কাল কেরলএবং আরব সাগরে প্রবল বৃষ্টির জেরে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা আছে৷
আজ ও কাল কেরলএবং আরব সাগরে প্রবল বৃষ্টির জেরে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা আছে৷
advertisement
7/8
দক্ষিণ আন্দামান সাগরে যে সাইক্লোনিক মুভমেন্ট তৈরি হচ্ছে তাতে তা ১৩ তারিখ নাগাদ ফের সাইক্লোনক স্টর্মে পরিণত হতে পারে৷
দক্ষিণ আন্দামান সাগরে যে সাইক্লোনিক মুভমেন্ট তৈরি হচ্ছে তাতে তা ১৩ তারিখ নাগাদ ফের সাইক্লোনক স্টর্মে পরিণত হতে পারে৷
advertisement
8/8
দিন কয়েক আগেই একটা সাইক্লোন কাঁপিয়ে দিয়েছে তামিলনাড়ু উপকূল ফের আরেকটা সাইক্লোন নিয়ে আতঙ্কে বঙ্গোপসাগরের পূর্ব উপকূল৷
দিন কয়েক আগেই একটা সাইক্লোন কাঁপিয়ে দিয়েছে তামিলনাড়ু উপকূল ফের আরেকটা সাইক্লোন নিয়ে আতঙ্কে বঙ্গোপসাগরের পূর্ব উপকূল৷
advertisement
advertisement
advertisement