Hooghly News: ঝিনুকের মধ্যে মুক্ত নয়, বেরিয়ে এল একের পর এক দেবদেবীর মূর্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া
- Published by:Arjun Neogi
Last Updated:
ঝিনুকের মধ্যে মুক্ত নয়, বেরিয়ে এল একের পর এক দেবদেবীর মূর্তি, তীব্র চাঞ্চল্য এলাকায়
খানাকুল: ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় সকলেরই জানা। কিন্তু ঝিনুকের মধ্যে পাথরের দেব-দেবীর মূর্তি? সত্যিই আশ্চর্যজনক ঘটনা। আর এমনই বিরল ঘটনার সাক্ষী রইলেন হুগলির খানাকুলের পলাশপাই-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হায়াতপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দারা। জানা গেছে, স্থানীয় বাসিন্দা কৃষ্ণ পোল্লে আলুর বস্তা বাঁধার কাজ করতে গিয়েছিলেন পার্শ্ববর্তী হাওড়ার জয়পুর থানার ভাটোরা এলাকায়। সেখানে পুকুরে স্নান করতে নেমে কিছু ঝিনুক কুড়িয়ে পেয়েছিলেন।
সেগুলি খাবার জন্য বাড়িতে নিয়ে এসেছিলেন।সেই ঝিনুক কাটতেই সেখান থেকে বেরিয়ে এলো একের পর এক মূর্তি। তার মধ্যে রয়েছে ব্রহ্মা, শিব, কালী, রাধাকৃষ্ণ, গণেশ, সরস্বতী। মোট তেইশটি মূর্তি পাওয়া গেছে। এই ঘটনায় শুধু তাঁরাই নন স্থানীয় এলাকার বাসিন্দারাও অবাক হয়েছেন। আর তা দেখতে আশেপাশের মানুষ তাঁদের বাড়িতে ভিড় জমে যাচ্ছেন। আপাতত তাঁরা বাড়িতেই ওই দেবদেবীর মূর্তিগুলি গঙ্গাজল দিয়ে ধুয়ে বাড়ির ঠাকুরের কাছে রেখেছেন।
advertisement
advertisement
এই বিষয়ে ওই ব্যক্তি জানান স্নান করতে যাওয়ার সময় ১৫ থেকে কুড়িটি ঝিনুক কুরিয়েছিলাম। বাড়িতে খাবার জন্য যখন ঝিনুকগুলি ভাঙ্গা হয় তখন দেখি বিভিন্ন দেবদেবীর মূর্তি। যা দেখে হতবাক হয়ে যায় বলে জানান। যেহেতু এই গুলি দেব-দেবীর মূর্তি, তাই তাঁরা নিয়মিত পুজো করবেন বলে জানিয়েছেন।
advertisement
তবে এটা কোন অলৌক ঘটনা নয়। বর্তমানে মিঠা জলে মুক্তো চাষ হচ্ছে গ্রামের বহু পুকুরেই। চাষের মুক্তো বিভিন্ন দেবদেবীর মুর্তি অদলে তৈরি করা হচ্ছে বিশেষ ভাবে। এগুলি তাই কয়েকটি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 3:25 PM IST