Rashmika Mandanna on Saami Saami: 'সামি সামি' গানে নাচতে প্রবল আপত্তি! 'পুষ্পা ২'-এর মুক্তির আগেই বিস্ফোরক রশ্মিকা

Last Updated:
Rashmika Mandanna on Saami Saami: 'সামি সামি'-তে নাচতে আপত্তি রশ্মিকার। তার কারণ নিজেই জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা।
1/8
২০২১ সাল। বক্স অফিস তোলপাড় হয়েছিল 'পুষ্পা' ঝড়ে। কোটি কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। নামভূমিকায় অল্লু অর্জুন তো বটেই, শ্রীবল্লী হয়ে নজর কেড়েছিলেন রশ্মিকা মন্দানা। একই সঙ্গে ছবিতে 'সামি সামি' গান তাঁর নাচ নিয়েও চর্চা হয়েছিল বিস্তর।
২০২১ সাল। বক্স অফিস তোলপাড় হয়েছিল 'পুষ্পা' ঝড়ে। কোটি কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। নামভূমিকায় অল্লু অর্জুন তো বটেই, শ্রীবল্লী হয়ে নজর কেড়েছিলেন রশ্মিকা মন্দানা। একই সঙ্গে ছবিতে 'সামি সামি' গান তাঁর নাচ নিয়েও চর্চা হয়েছিল বিস্তর।
advertisement
2/8
তবে সেই গানেই আপাতত নাচতে আপত্তি রশ্মিকার। তার কারণ নিজেই জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা।
তবে সেই গানেই আপাতত নাচতে আপত্তি রশ্মিকার। তার কারণ নিজেই জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা।
advertisement
3/8
সম্প্রতি ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন রশ্মিকা। সেখানে তাঁদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন রশ্মিকা। সেখানে তাঁদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী।
advertisement
4/8
এক অনুরাগী তাঁর সঙ্গে 'সামি সামি' গানে নাচার অনুরোধ জানান। পুলকিত নামে সেই ব্যক্তি লিখেছেন, 'আপনার সঙ্গে 'সামি সামি' গানে নাচতে চাই। সেই সুযোগ কি পাব?'
এক অনুরাগী তাঁর সঙ্গে 'সামি সামি' গানে নাচার অনুরোধ জানান। পুলকিত নামে সেই ব্যক্তি লিখেছেন, 'আপনার সঙ্গে 'সামি সামি' গানে নাচতে চাই। সেই সুযোগ কি পাব?'
advertisement
5/8
রশ্মিকার উত্তর অনুরাগীদের চমকে দিয়েছে। অভিনেত্রী জানান, তিনি আর সেই গানে নাচ করতে চান না। তার কারণও স্পষ্ট করেছেন তিনি।
রশ্মিকার উত্তর অনুরাগীদের চমকে দিয়েছে। অভিনেত্রী জানান, তিনি আর সেই গানে নাচ করতে চান না। তার কারণও স্পষ্ট করেছেন তিনি।
advertisement
6/8
রশ্মিকা লেখেন, 'বহু বার 'সামি সামি' স্টেপ করেছি। এ বার মনে হয় বয়স হলে আমার পিঠে সমস্যা দেখা দেবে। কেন আমার সঙ্গে এ রকম করছ? দেখা হলে অন্য কিছু করা যাবে।'
রশ্মিকা লেখেন, 'বহু বার 'সামি সামি' স্টেপ করেছি। এ বার মনে হয় বয়স হলে আমার পিঠে সমস্যা দেখা দেবে। কেন আমার সঙ্গে এ রকম করছ? দেখা হলে অন্য কিছু করা যাবে।'
advertisement
7/8
প্রথম কিস্তির থেকেও বড় ভাবে ফিরছে দ্বিতীয় কিস্তিটি। ছবির নাম 'পুষ্পা: দ্য রুল'। শোনা যাচ্ছে, এ বার সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং টি সিরিজের ভূষণ কুমারও অর্থ ঢালতে পারেন এই ছবিতে।
প্রথম কিস্তির থেকেও বড় ভাবে ফিরছে দ্বিতীয় কিস্তিটি। ছবির নাম 'পুষ্পা: দ্য রুল'। শোনা যাচ্ছে, এ বার সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং টি সিরিজের ভূষণ কুমারও অর্থ ঢালতে পারেন এই ছবিতে।
advertisement
8/8
অল্লু অর্জুনের সঙ্গেই দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে রশ্মিকা মন্দানা, ফাহার ফাসিলের মতো অভিনেতাদের। গুঞ্জন, যোগ দিতে সাই পল্লবীও।
অল্লু অর্জুনের সঙ্গেই দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে রশ্মিকা মন্দানা, ফাহার ফাসিলের মতো অভিনেতাদের। গুঞ্জন, যোগ দিতে সাই পল্লবীও।
advertisement
advertisement
advertisement