হোম /খবর /হুগলি /
বেজায় বিপাকে একাকী বৃদ্ধা! সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

Hooghly News: বেজায় বিপাকে একাকী বৃদ্ধা! সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

X
বেজায় [object Object]

Hooghly News: দীর্ঘদিন পানীয় জলের অভাবে কষ্টে ছিলেন এক বিধবা মহিলা। তাঁর মুখে হাসি ফুটিয়ে তুললেন হুগলির খানাকুলের বালিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সোজাগ মঞ্চ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

খানাকুল: দীর্ঘদিন পানীয় জলের অভাবে কষ্টে ছিলেন এক বিধবা মহিলা। তাঁর মুখে হাসি ফুটিয়ে তুললেন হুগলির খানাকুলের বালিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সোজাগ মঞ্চ। তাঁরা ওই বিধবা মহিলার পরিবারের জন্য একটি পানীয় জলের টিউবওয়েল বসিয়ে দিলেন। জানা যায়, প্রায় সাড়ে ৩০ হাজার টাকা খরচ করে মঞ্চের সদস্যরা এদিন তার সূচনা করলেন। বাইলা খাতুন নামে ওই মহিলা মূল পাড়া থেকে বেশ খানিকটা দূরে গ্রামের প্রান্তে বসবাস করেন। ফলে প্রতিদিন তাঁকে দীর্ঘ পথ অতিক্রম করে পানীয় জল সংগ্রহ করতে হতো। এই কল বসানোর ফলে তিনি ভীষণভাবে উপকৃত হবেন। অপরদিকে চাষ জমির পাশেই ওই কল হওয়ায় এলাকার চাষিরাও অতি সহজেই পানীয় জল সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ  গরমে জেরবার বাংলা! হুগলিতে যে ব্যবস্থা নেওয়া হল, প্রতিটি জেলাতেই এমন করা উচিত, কী ঘটল জানেন?

সোজাগ মঞ্চের সম্পাদক জানান, ‘দীর্ঘদিন ধরে ওই মহিলা পানীয় জল সংকটে ভুগছিল ঠিক সেই সময় বিষয়টি নজরে আসতেই সকল সদস্য মিলে পানীয় জলের টিউবওয়েলের বসানোর ব্যবস্থা করে।’ এই সংগঠনকে বিভিন্ন সময় দেখা যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এমনকী শুধু খানাকুল বলে নয় তাঁরা যেখানের মানুষ অসুবিধার মধ্যে পড়ে সেই জায়গার মানুষের পাশে দাঁড়ায় বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ বাতানলের নীলদীঘি জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে জীব বৈচিত্র পার্ক, আনন্দিত এলাকাবাসী

অন্যদিকে ওই মহিলা বলেন বহুদিন থেকে পানীয় জলের সমস্যা হচ্ছিল ঠিক সেই সময়ই পাশে দাঁড়িয়েছে সোজাগ মঞ্চ। যার কারণে প্রচুর উপকৃত হয়েছি বলে জানান। সোজাগ মঞ্চের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা।

Suvojit Ghosh

Published by:Salmali Das
First published:

Tags: Hooghly news