Hooghly News || Holi 2023: এক অভিনব দোলের সাক্ষী হল হুগলির উত্তরপাড়া, দেখলে মন ভরে উঠবে আপনারও

Last Updated:

উত্তরপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে উদযাপন করলেন দোল উৎসব। প্রভাত ফেরী নাচ গানের মধ্যে দিয়ে সেই সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষজনদের সমাজের মূল স্রোতে নিয়ে এসে একটু আনন্দ দানের প্রচেষ্টা করেন ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

+
অভিনব

অভিনব দোল হুগলির উত্তরপাড়া

হুগলি: উত্তরপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে উদযাপন করলেন দোল উৎসব। প্রভাত ফেরী নাচ গানের মধ্যে দিয়ে সেই সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষজনদের সমাজের মূল স্রোতে নিয়ে এসে একটু আনন্দ দানের প্রচেষ্টা করেন ওই স্বেচ্ছাসেবী সংগঠন। হুগলির কোন্নগর কানাইপুরের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সঙ্গে নিয়ে হোলির দিন সকালে একটি প্রভাত ফেরি করেন তাঁরা। একইসঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে রং পিচকারি তুলে দিয়ে বসন্তের রঙিন উৎসবে মেতে উঠতে সাহায্য করেন কানাইপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও।
দোলের দিন বর্ণনাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত হয়। বসন্তের গানে, হাতে আবীর নিয়ে প্রভাত ফেরিতে শামিল হন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা ও পরিবার পরিজনরা। এই বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য বলেন, "আজ হোলির দিন সাত সকালে উত্তরপাড়ার ভদ্রকালি অঞ্চলের উত্তরপাড়া অনুভূতি নামের একটি সংগঠনের সদস্যরা পৌঁছে গিয়েছিল কোন্নগরের কানাইপুরের বাঁশাই তে "প্রচেষ্টা" নামের একটি স্কুলে। যেখানে আসা বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েরা ও সমাজের অত্যন্ত পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষজন। ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে গিয়ে বার বার আমাদের চোখের পাতা ভারী হয়ে আসছিল সকলের।
advertisement
advertisement
এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির ইনচার্জ অনুপ মন্ডল ,যিনি এই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং সেই সব ছেলে মেয়েদের হাতে আবীর ও পিচকারি হাতে তুলে দেন। তিনি জানান এই ধরনের কাজকে পুলিশ প্রশাসন সর্বদা সাধুবাদ জানায় এবং এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন, পাশাপাশি আগামীদিনে এই ধরনের কর্মসূচিকেও স্বাগত জানিয়েছেন তাঁরা।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News || Holi 2023: এক অভিনব দোলের সাক্ষী হল হুগলির উত্তরপাড়া, দেখলে মন ভরে উঠবে আপনারও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement