Hooghly News: কৃষকরা ৩ টাকা কেজি দরে যে শসা বেচে, তাই বাজারে ৬০ টাকা কেজি! কেন এত তফাত? জানুন

Last Updated:

Hooghly News : বাজারে আর শসা পাওয়া যাবে না! ৩ টাকার শসা কৃষকদের থেকে কিনে ৬০ টাকা কেজিতে বেচা হচ্ছে! অন্যায়ের প্রতিবাদে গরুকে শসা খাইয়ে দেবেন কৃষকরা! তাও আরতদারদের বেচবেন না! জানুন

+
রাস্তায়

রাস্তায় ফেলে রাখা শসা খাচ্ছে গরুতে

#হুগলি: মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন চাষীরা। আর সেই চাষের যখন ন্যায্য মূল্য না মেলে তখনই বিক্ষোভ পথ বেছে নিতে হয় অন্নদাতাদের। এইরকমই এক বিক্ষোভের সাক্ষী হুগলির বলাগরের বাসিন্দারা। রাস্তার মধ্যে চাষের শসা ফেলে তা গরুকে খাইয়ে প্রতিবাদ জানায় হুগলির বলাগোরের শসা চাষিরা। দাম না পাওয়ার পিছনে শসার অতিরিক্ত উৎপাদন দায়ী করছে কৃষি দফতর।লক্ষ্মী পুজোয় বাজারে ৫০-৬০ টাকা কেজি দরে শসা। বর্তমানে শসার বাজার মূল্য ৪০ থেকে ৫০ টাকা প্রতি কেজি। কিন্তু জানেন কি যারা এই শসা উৎপাদন করে তারা তাদের উৎপাদনের জন্য কত টাকা মূল্য পায়? আরতদার দের ৩ থেকে ৫ টাকা কেজি প্রতি শসা বিক্রি করছেন চাষীরা।
এই রকম চলতে থাকলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না বলে দাবি করছেন চাষীদের।স্থানীয় এক চাষী জানান, বর্তমানে যে হারে সারের দাম বেড়েছে তাতে চাষের খরচ বেড়েছে অনেক বেশি। আগে এক বিঘা জমি শসা চাষ করতে খরচ হতো দশ হাজার টাকা। এখন তার খরচ বিঘা প্রতি শসা চাষে কুড়ি হাজার টাকা। বর্তমানে যে দামে শসা বিক্রি হচ্ছে তাতে অনেক টাকাই ক্ষতি হবে বলে জানাচ্ছেন চাষীরা। বলাগড়ের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শসা চাষ হয়। এক্তারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মাজদিয়া অঞ্চলের শসা চাষীরা ন্যায্য দাম না পেয়ে প্রতিবাদ জানান রাস্তায় শসা ছড়িয়ে গরুকে খাইয়ে।
advertisement
advertisement
বলাগড় ব্লকের এডিও ডঃ সোমনাথ পাল জানান, অতিরিক্ত ফলন এর ফলে যেমন দাম কম পাচ্ছে চাষিরা কেমন অধিক ফলনের ভালো দিকও রয়েছে। উৎপাদন বা ফলন ২/৩ গুণ বেড়ে যাওয়ায় আপাতত কেজি দরে দাম কম মনে হলেও উৎপাদন যেহেতু ২ থেকে ৩ গুন বেশী হয়েছে। সেহেতু কম দাম হলেও আগে উৎপাদিত শসার জন্য হেক্টর প্রতি যে দাম হতো এখন হেক্টর প্রতি ৩ গুন উৎপাদন বৃদ্ধির জন্য ৩ গুন দামই পাবেন। আগে যে জমিতে ৫০ কুইন্টাল শসা পাওয়া যেত। এবছর সেই একই জমিতে ১৫০ কুইন্টাল শসা পাওয়া গেছে। ফলে বেশী দামের ৫০ কুইন্টাল এর বিক্রয়মূল্য।,আর কম দামের ১৫০ কুইন্টাল এর বিক্রয়মূল্য প্রায় সমান,সমানই হবে বলে মনে করছে কৃষি দফতর।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: কৃষকরা ৩ টাকা কেজি দরে যে শসা বেচে, তাই বাজারে ৬০ টাকা কেজি! কেন এত তফাত? জানুন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement