হোম /খবর /হুগলি /
এ কী অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের! দেখলে চোখ কপালে উঠবে

Hooghly News: এ কী অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের! দেখলে চোখ কপালে উঠবে

X
অঙ্গনওয়াড়ি [object Object]

অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই চলছে ছোট ছোট পড়ুয়াদের পঠন- পাঠন। হুগলির গোঘাটের মথুরা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহাল অবস্থায় রয়েছে।

  • Share this:

গোঘাট: অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই চলছে ছোট ছোট পড়ুয়াদের পঠন- পাঠন। হুগলির গোঘাটের মথুরা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহাল অবস্থায় রয়েছে। জানা যায় দীর্ঘ ১০ বছরেরও বেশি ভাঙাচোরা ছাদ এবং স্থায়ী বাড়ি না থাকার জন্য পার্টি অফিসের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

স্থানীয় সূত্রে জানা যায় এভাবেই বছরের পর বছর চলছে পড়াশোনা। বারবার বিভিন্ন দফতরে আবেদন করলেও কোন কাজের কাজ হয়নি। খুদে পড়ুয়াদের পড়াশোনার জন্য অঙ্গনওয়াড়িতে পাঠালেও তাও আতঙ্কের মধ্যেই পাঠাতে হয়। এতটাই পরিকাঠামো খারাপ যে কোন সময় বিপদের সম্মুখীন হতে পারে । তার জেরে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন:  বিপুল ব্যয়ে তৈরি বিনোদন পার্ক, এক বছরেই যা অবস্থা, দেখলে ভিড়মি খেতে বাধ্য হবেন

তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর এভাবেই বেহাল অবস্থায় চলছে পঠন পাঠন। এই বিষয়ে তারা মুখ খুললে এলাকার পঞ্চায়েত থেকে স্থানীয় নেতৃত্বদের চাপের মুখে পড়বে বলে জানিয়েছেন। দ্রুত সমস্যা মেটানো হোক এলাকার বাচ্চাদের জন্য।

আরও পড়ুন: মেলেনি পাট্টা, গ্রামবাসীর বিক্ষোভে গোঘাটে বন্ধ জল প্রকল্পের কাজ

এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা প্রশ্ন করা হলেও তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলেননি। তাকে বারে বার প্রশ্ন করা হলেও কোন উত্তর মেলেনি। যদিও ওই কেন্দ্রের কর্মী সহায়ক জিজ্ঞাসা করা হলেও তিনিও প্রশ্নের কথা এড়িয়ে যান।

যদিও ওই এলাকার পঞ্চায়েত সদস্য অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন দীর্ঘ কয়েক বছর জায়গার না পাওয়ার কারণে সমস্যা ছিল। তাও সমাধান হয়ে গিয়েছে। দ্রুত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন তৈরির কাজ শুরু হয়ে যাবে।

Suvojit Ghosh

Published by:Sayani Rana
First published:

Tags: Hooghly, Hooghly news