Hooghly News: এদিন এক অন্যরকম আলো ছড়াল ওদের মুখে, শিশুদিবসের বিশেষ উদযাপনে যৌন পল্লীর শিশুরা
- Published by:Debalina Datta
Last Updated:
এক অন্যরকম শিশু দিবস শেওড়াফুলির যৌনকর্মী জনগোষ্ঠীর বাচ্চাদের নিয়ে...
#হুগলি: ১৪ নভেম্বর শিশু দিবসের দিনটি পালন হয়েছে নানা জায়গায়৷ হুগলিতেও বিভিন্ন জায়গায় পালিত হয়েছে শিশু দিবস। সোমবার হুগলি শেওড়াফুলির যৌনপল্লীতেও এদিন এক অন্যরকম আলো। শেওড়াফুলির যৌনপল্লীর বেড়া ভেঙ্গে শিক্ষাকেন্দ্রে সেখানকার বাচ্চাদেরকে নিয়ে উৎসবের রব। বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ ভাগ করে নিলেন শ্রীরামপুর মহিলা থানার অফিসার ইনচার্জ নিবেদিতা দেবী, চাইল্ডলাইন কো-অর্ডিনেটর গোপীবল্লভ বাবু ও স্থানীয় কাউন্সিলর সহ শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
নাচ,গান,কবিতা আবৃত্তি নিয়ে মেতে ওঠে দুর্বারের ছাত্র-ছাত্রীরা। শেওড়াফুলির যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানরা পড়াশোনা করে যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ দুর্বারের বেড়া পেরিয়ে শিক্ষাঙ্গন। শুধুমাত্র পড়াশোনা নয় একইসঙ্গে নাচ গান আবৃত্তি ও শেখানো হয় বাচ্চাদের। শিশু দিবসের অনুষ্ঠানে ৪০ জন বাচ্চারা নিজেরাই কবিতা পাঠ, গান, নাচ পারফর্ম করে শিশু দিবস উদযাপন করেন।
advertisement
advertisement
শ্রীরামপুর মহিলা থানা ও চাইল্ড লাইন কেয়ার এর তরফ থেকে বাচ্চাদের জন্য গিফট এর ব্যবস্থা করা হয়েছিল। পেন্সিল বক্স, টিফিন কৌটো, পেন পেন্সিল গিফট এ পেয়ে আনন্দের হাসি ছোট্ট ছোট্ট খুদেদের মুখে।
advertisement
ওই শিক্ষা ক্ষেত্রের শিক্ষক সঞ্জয় দাস জানান, ‘‘তিনি নিজেও একজন যৌনকর্মী জনগোষ্ঠীর সন্তান। নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে তিনি আজ যৌনকর্মীর বাচ্চাদের শিক্ষক। যৌনকর্মীর সন্তানরা যাতে পড়াশোনা শিখে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে তার দিকেই সর্বদা চেষ্টা থাকে দুর্বারের বাচ্চাদেরকে স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য।’’
advertisement
Rahi Halder
view commentsLocation :
First Published :
November 15, 2022 12:46 PM IST