কামারপুকুর: দোল বা হোলিতে হইচই পছন্দ নয়, নিরিবিলিতে সময় কাটাতে চান? তাহলে ঘুরে আসুন চন্দ্রমণি ইকো ট্যুরিজম পার্কে। হুগলি জেলার সাতবেড়িয়া এলাকায় পার্কটি অবস্থিত। এখানে রয়েছে থাকার জন্য ৫ টি কটেজ, ফুলের বাগান, বাচ্চাদের খেলার সরঞ্জাম, পুকুরে বোটিংয়ের ব্যবস্থা ও আরও অনেক কিছু। পার্কে যদি দিবারাত্রি কাটান তাহলে ১০০০ টাকায় পাওয়া যাবে কটেজ। যদি কেউ পিকনিক করতে আসে তাহলে মাথাপিছু মাত্র ২০ টাকা করে নেওয়া হয়। যদি হোলিতে এই পার্কে বেড়াতে আসেন তাহলে কামারপুকুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত।
পার্কে আসতে চাইলে কলকাতা থেকে ট্রেনে গোঘাট স্টেশন। তারপর ওখান থেকে টোটো বা বাসে পার্কে চলে যাওয়া যাবে। যদি কেউ বাসে করে আসেন তাহলে কামারপুকুর চটিতে নেমে সোজা ওখান থেকে টোটো করে কুড়ি মিনিটে পৌঁছে যাওয়া যাবে পার্কে। এখানে আসা মানে সুন্দর মনোরম পরিবেশে কাটানো যাবে গোটা দিন। এই বিষয়ে পার্কের সুপারভাইজার বলেন এখানে থাকার জন্য পাঁচটি কটেজ আছে। এই পার্কে যারা আসছে তারা কলকাতা, শিয়ালদহ, হাওড়া-সহ বেশ কিছু জায়গা থেকে আসে।পার্কে সব রকমই সুব্যবস্থা আছে। তিনি বলেন যদি এই পার্কে যোগাযোগ করে আসতে হয় তাহলে কামারপুকুর পঞ্চায়েত বা ফোনে সরাসরি যোগাযোগ করা যাবে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে কন্ট্রোল রুম, জেলাভিত্তিক নম্বরগুলি জানুন
আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
যোগাযোগ: 9609771357
পার্কে ঘুরতে আসা এক ব্যক্তি বলেন, এই পার্কে এত ভাল সুব্যবস্থা যে তিনি কল্পনা করতে পারছেন না। খাওয়া-দাওয়া থেকে ব্যবহার সবই খুব মনকাড়া। আগেও অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু এত ভাল ও সুন্দর পরিবেশ কোথাও নেই কাছেধারে।
শুভজিৎ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holi 2023, Hooghly news, Weekend Tour