Hooghly News: লোভনীয় চাকরির টোপ দিয়ে চলছিল বিরাট প্রতারণা, আসল ঘটনা রাতের ঘুম কেড়ে নেবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: বিভিন্ন বেসরকারি সংস্থার ম্যানেজার পোস্টের চাকরির প্রলোভন দেখিয়ে চলছিল প্রতারণা চক্র।
হুগলি: চাকরির নামে প্রলোভন দিয়ে প্রতারণা। রীতিমতো এনজিও বানিয়ে চলছিল টাকা তোলার কারবার। বিভিন্ন বেসরকারি সংস্থার ম্যানেজার পোস্টের চাকরির প্রলোভন দেখিয়ে চলছিল প্রতারণা চক্র। চেপে ধরায় অবশেষে টাকা ফেরত দিল অভিযুক্তেরা।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই বলাগড়ে এই প্রতারণা চক্র গজিয়ে উঠেছিল। চাকরির নামে প্রতারিত ব্যক্তিদের থেকে হাজার হাজার টাকা তুলছিলই সংস্থা। টাকা দিয়েও চাকরি হয়নি উল্টে চাপ দেওয়া হচ্ছিল আরও লোক নামাতে হবে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সোমবার সন্ধে থেকে সংস্থার অফিস ঘেরাও করে কর্মীদের আটকে রাখে প্রতারিত চাকরিপ্রার্থীরা। পুলিশ গিয়ে সংস্থার কর্মীদের থানায় নিয়ে যায়। দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, বর্ধমানের ফটিক সেখ এই এনজিওর কর্নধার। শ্রীরামপুর চন্দননগর, বলাগড়ে অফিস বানিয়ে চলছিল টাকা তোলার কারবার।মেডিক্য়াল ক্যাম্পের জন্য এরিয়া ম্যানেজারের বেতন ১৫ হাজার টাকা আর মেডিক্য়াল ইনচার্জের বেতন ২৫ হাজার টাকা দেওয়া হবে বলা হয়।বলাগড়ে স্বনির্ভর গোষ্ঠীর অনেক মহিলা ও যুবক যুবতীরা টাকা দেন। কেউ আটশো কেউ হাজার। বলাগড় অফিসের দায়িত্বে ছিলেন চিরঞ্জিত সাধুখাঁ নামে এক যুবক।মহিলা ও যুবকদের থেকে তিনিই টাকা তুলেছিলেন।
advertisement
advertisement
বলাগড়ের অফিস ঘেরাও করা হলে প্রতারিত প্রায় দেড়শো জনের টাকা ফিরিয়ে দেওয়া হয়। প্রতারিত অরিজিৎ বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘দিশা লাইফ ওয়ে ফাউন্ডেশান নামে ওই এনজিও বলেছিল ৩৫০০ টাকা দিতে হবে প্রথমে সাড়ে ৮০০ টাকা তারপর বাকিটা মাইনে থেকে বাদ দিয়ে দেবে।আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারি যেটা একটা প্রতারণা চক্র।তারপর ওদেরকে ধরি এবং বলাগড় থানায় লিখিতভাবে অভিযোগ করি।’
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 6:01 PM IST