Hooghly News: ভোটে ব্যবহার হওয়া স্কুলের এখনকার হাল দেখলে গা গুলিয়ে উঠবে আপনার!
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
ভোটের শান্তি বজায় রাখতে কেন্দ্র বাহিনী স্কুলে থাকার ব্যবস্থার পাশাপাশি অস্থায়ীভাবে শৌচালয় করা হয়। স্কুলগুলি থেকে চলে গেছে কেন্দ্র বাহিনী। রয়ে গেছে দুর্গন্ধযুক্ত অস্থায়ী শৌচালয়।
আরামবাগ: ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে গণনা শেষ হয়েছে। নতুন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বোর্ড গঠন হয়েছে। কিন্তু ভোটের জন্য ব্যবহৃত স্কুলগুলোর অবস্থা শোচনীয়। আর তার মধ্যেই চলছে ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনা থেকে অঙ্গওয়াড়ি কেন্দ্র। ভোটের শান্তি বজায় রাখতে কেন্দ্র বাহিনী স্কুলে থাকার ব্যবস্থার পাশাপাশি অস্থায়ীভাবে শৌচালয় করা হয়। স্বাভাবিকভাবেই স্কুলগুলি থেকে চলে গেছে কেন্দ্র বাহিনী। রয়ে গেছে দুর্গন্ধযুক্ত অস্থায়ী শৌচালয়। পরিষ্কার না হওয়ায় স্কুলের ছাত্রছাত্রী থেকে পাশে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ।
ঘটনাটি হুগলির আরামবাগ পৌরসভার চাঁদুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে ছোট ছোট শিশুরা। এমনকি বর্ষার বৃষ্টিতে ঐ শোচালয়ের নোংরা জল শিশু শিক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। এরফলে গন্ধে অসুস্থ হয়ে পড়ছে ক্ষুদে পড়ুয়ারা।
advertisement
উল্লেখ্য, হুগলির পঞ্চায়েত ভোট নির্বাচনের আগে জেলা জুড়ে কেন্দ্র বাহিনী এসেছিল। তাদের থাকার জন্য প্রত্যেকটা জায়গায় স্কুলগুলি অস্থায়ীভাবে ছিল। বিদ্যালয়ের ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত কিছুই ব্যবহার করতো কেন্দ্র বাহিনী জোয়ানরা।
advertisement
এমনকি অনেক স্কুলের ছবি উঠে এসেছে বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র ভোট হিংসার জেরে ভেঙে চুরমার হয়ে গেছে এমন অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। এই বিষয়ে স্কুল থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্তৃপক্ষরা জানান পঞ্চায়েত ভোটের পর কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি।
আরও পড়ুনঃ স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল যুবক
এর ফলে নোংরা জল থেকে দুর্গন্ধ অতিষ্ট হয়ে পড়ছে ক্ষুদে পড়ুয়া থেকে সকলেই। ফলত এখান থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে । প্রশাসন এ ব্যপারে যদি স্কুল চত্বর পরিষ্কার রাখে তাহলে অনেকটাই উপকৃত হবে বলে জানিয়েছেন।
advertisement
অন্যদিকে এলাকাবাসীরা জানিয়েছেন ছোট ছোট স্কুলের পড়ুয়ারা পড়াশুনা করে বিদ্যালয় এবং অঙ্গনওয়ারীকেন্দ্রে। কিন্তু স্কুলটি ব্যবহারের ফলে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে ব্যপক দুর্গন্ধ ছড়াচ্ছে। একটু বৃষ্টি হলে ক্লাস পর্যন্ত করতে পারছে না। দ্রুত অবিলম্বে সমস্যা মেটানো হোক।
যদিও এই বিষয়ে পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী বক্তব্য বিষয়টি তার জানা ছিল না। এ ব্যপারে পুলিশকে বলেও কোন কাজ হয়নি। পৌরসভা থেকে কর্মীদেরকে পাঠিয়ে পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 1:40 PM IST