Hooghly News: ধসের কবলে ওলন্দাজ শহর চুঁচুড়া , তৎপর জেলা প্রশাসন

Last Updated:

চুঁচুড়া পুরসভার গঙ্গা তীরবর্তী অঞ্চলে ধস নামে বুধবার। ধসের ফলে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়। একই সঙ্গে ফাটল ধরে দেওয়ালেও। ধসের কবলে গঙ্গার পারের বহু প্রাচীন একটি গার্ডওয়াল সম্পূর্ণ তলিয়ে গেছে গঙ্গার জলে। 

+
ধসের

ধসের কবলে ওলন্দাজ শহর চুঁচুড়া 

হুগলি: চুঁচুড়া পুরসভার গঙ্গা তীরবর্তী অঞ্চলে ধস নামে বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, বুধবার ধসের ফলে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়। একই সঙ্গে ফাটল ধরে দেওয়ালে। গঙ্গার পারের বহু প্রাচীন একটি গার্ডওয়াল সম্পূর্ণ তলিয়ে গেছে গঙ্গার জলে। যে অঞ্চলে ধস নামে সেখানে পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি ফুটবল খেলা ও প্রশিক্ষণের জন্য মাঠ। সঙ্গে রয়েছে প্রেসক্লাব অফ হুগলি। এছাড়াও বহু বাসিন্দা ভিড় জমান মর্নিং ওয়াক-এর জন্য প্রতিদিন। ধস দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ধসের খবর পাওয়া মাত্রই তৎপর হয় জেলা প্রশাসন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুরপ্রধান,  মহকুমা শাসক।
হুগলির অন্যতম একটি প্রাচীন শহর হল চুঁচুড়া। এক সময় এই জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল ওলন্দাজরা। এই শহরের ভিত তাদেরই হাতে তৈরি। শহরের মাটির নীচ দিয়ে রয়েছে তৎকালীন ওলন্দাজদের সময়ের নিকাশি প্রণালী। বহু প্রাচীন হওয়ার দরুণ কোথাও কোথাও নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে এবং সেখানে ধস নামতে দেখা যায়। বুধবার চুঁচুড়ার রূপনগর মাঠে গঙ্গার পাড়ে ধস নামতে দেখেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হয়ে চলেছে। লাগাতার বৃষ্টির কারণে ধস নামে বলে অনুমান চুঁচুড়া পুরসভার। খবর পেয়ে হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী ঘটনাস্থল পরিদর্শন করতে যান। রূপনগর মাঠে প্রেস ক্লাব অফ হুগলি সহ কয়েকটি ফুটবল ক্লাব রয়েছে।
advertisement
advertisement
স্থানীয় ক্লাব সম্পাদক মিলন শীল বলেন, ঠগঙ্গার পাড়ে হঠাৎ ধস নামে।পার্কের পাঁচিলের গায়ের মাটি সরে যায়। চেয়ারম্যানকে খবর দিই।চেয়ারম্যান মহকুমা শাসককে নিয়ে আসেন।" অমিত রায় বলেন, "প্রেসক্লাবের সামনে গঙ্গার পাড়ে ধস নেমেছে। অনেকটা অংশ গঙ্গায় তলিয়ে গিয়েছে। এখানে প্রাচীন সব গাছ রয়েছে গাছের গোড়াতেও ধস দেখা গিয়েছে।" মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্যায় সেচ দফতর এবং কেএমডিএকে বিষয়টি জানিয়েছেন। চুঁচুড়া শহরের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ডাচ আমলের।তাই তার একটা ম্যাপ তৈরি করে ধস আটকানোর চেষ্টা করা হচ্ছে। এনিয়ে দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে কথা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ধসের কবলে ওলন্দাজ শহর চুঁচুড়া , তৎপর জেলা প্রশাসন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement