Durga Puja 2023: এই প্রথম দুর্গাপুজো হবে এ গ্রামে, দশভুজার আসন্ন আগমন ঘিরে উচ্ছ্বসিত গ্রামবাসীরা

Last Updated:

Durga Puja 2023: গোঘাটের প্রত্যন্তত গ্রাম কাঁটাপুর এলাকায় এ বছরই প্রথম জগৎ জননী মা মহামায়ার আরাধনার মধ্য দিয়ে মেতে উঠবেন সমগ্র গ্রাম

+
মাটি

মাটি তোলা

শুভজি‍ত ঘোষ, আরামবাগ: প্রচেষ্টা ছিলই গ্রামের প্রত্যেকের। কিন্তু নানা কারণে এ গ্রামে আসেননি মা দুর্গা। কিন্তু এ বার আসবেনই দশভুজা। আর তারই প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হল মহা ধূমধামে। গোঘাটের প্রত্যন্তত গ্রাম কাঁটাপুর এলাকায় এ বছরই প্রথম জগৎ জননী মা মহামায়ার আরাধনার মধ্য দিয়ে মেতে উঠবেন সমগ্র গ্রাম। মা আসবেন এই আনন্দ প্রত্যেকের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের জোয়ার।
গ্রামবাসীরা জানান, ‘‘প্রথম থেকেই গ্রামে দুর্গাপুজো শুরু হয়নি কিন্তু অন্যান্য গ্রামে বা শহরে বাঙালির প্রিয় পুজোয় আনন্দে মাতোয়ারা হয়ে উঠত সকলেই। বার বার চেষ্টা করা হলেও আর্থিক দিক থেকে এবং নানা কারণের জন্য শুরু করা যায়নি পুজো। এবার গ্রামের বসবাসকারী প্রত্যেককে নিয়ে এক জোট হয়। বাসিন্দাদের সকলের ইচ্ছাতে গ্রামের মধ্যে শুরু হবে। এদিন আনন্দের সহিত মাটি উত্তোলনের কাজ শুরু করা হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে আর এক ব্যক্তি জানিয়েছেন প্রতি বছরই বাঙালির দুর্গাপুজো মানেই আনন্দের উৎসব। প্রতিটি জায়গাটি পুজো হলেও গ্রামের মধ্যে না হওয়ার কারণে মন খারাপ হয়ে থাকতো প্রত্যেক মানুষের। বেশিরভাগ মহিলারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারত না এবার একজোট হয়ে পুজো শুরু হওয়ায় বেজায় খুশি।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Puja 2023: এই প্রথম দুর্গাপুজো হবে এ গ্রামে, দশভুজার আসন্ন আগমন ঘিরে উচ্ছ্বসিত গ্রামবাসীরা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement