Durga pujo 2022 : পুজোয়ে মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা, তৈরি হচ্ছে স্পেশাল Anti-Teasing টিম
Last Updated:
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশরা ২৪ ঘণ্টা সুরক্ষা প্রদান করবেন। জায়গায় জায়গায় থাকবে বিশেষ পুলিশি নিরাপত্তা। জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার
#হুগলি: পুজোয় এবার বিশেষ নিরাপত্তা। নারী সুরক্ষার জন্য তৈরি হচ্ছে স্পেশাল অ্যান্টি টিজিং টিম। যেখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশরা ২৪ ঘণ্টা সুরক্ষা প্রদান করবেন মহিলাদের। জায়গায় জায়গায় থাকবে বিশেষ পুলিশি নিরাপত্তা। সঙ্গে তৎপর থাকবেন চন্দননগর পুলিশ কমিশনারেটর অপরাধ দমনমূলক শাখার পুলিশ অফিসাররা। নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হবে হুগলিকে। এমনটাই জানালেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।
পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজো আয়োজকদের মন্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। মঙ্গলবার সকালে পুলিশ প্রশাসনের গাইড লাইন মেনে পুজো মন্ডপ তৈরী হচ্ছে কিনা তা সরেজমিনে ঘুরে দেখলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এদিন উত্তরপাড়ায় কয়েকটি বড় পুজো মন্ডপ পরিদর্শন করেন সিপি। মন্ডপে এন্ট্রি এক্সিট ঠিকমত আছে কিনা, ভীর নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিচ্ছে পুজো কমিটিগুলো তা খতিয়ে দেখেন।
advertisement
আরও পড়ুন Murshidabad News: শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে মহাকাশ চেনার স্বপ্নে বিভোর আলম
ভদ্রকালী বলাকা পুজো মন্ডপে এসে সিপি জানান, পুজোর সময় ইভটিজিং এর ঘটনা ছিনতাই এর ঘটনা ঘটে। তাই চন্দননগর পুলিশ এই সব অপরাধ আটকাতে স্পেশাল টিজিং টিম তৈরি করছে। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশ কর্মিরা তাতে যেমন থাকবেন তেমনি অপরাধ ঠেকাতে থাকবে এন্টি ক্রাইম টিম। এছাড়াও পুজোর সময় রাস্তায় যানজট সামলাতে ট্রাফিক ব্যবস্থা জোরদার থাকবে।
advertisement
advertisement
কমিশনার আরও জানান, যেহেতু পুজো এগিয়ে আসছে তাই মন্ডপগুলো ঘুরে দেখা হচ্ছে। যদি কিছু পরিবর্তন করার থাকে আগে থেকে বলে দেওয়া হচ্ছে মন্ডপ তৈরী হয়ে গেলে সমস্যা যাতে না হয়। চন্দননগর পুলিশের সাতটি থানা এলাকায় বড় পুজো মন্ডপ গুলো পুলিশ কমিশনার নিজে পরিদর্শন করছেন বাকি পুজো এসিপি আইসি পদমর্যাদার অফিসাররা ঘুরে দেখে প্রয়েজনীয় নির্দেশ দিচ্ছেন।
advertisement
রাহী হালদার
Location :
First Published :
September 06, 2022 5:37 PM IST