Durga Pujo 2022: দুর্গাপুজোয় ফের তৈরি হচ্ছে নয়ডার ট্যুইন টাওয়ার, এবারে বৈধভাবে!

Last Updated:

এবারে বৈধভাবে তৈরি হচ্ছে এই আকাশ ছোঁয়া বিল্ডিং।

Durga Pujo 2022
Durga Pujo 2022
#হুগলি: আবারও তৈরি হচ্ছে ট্যুইন টাওয়ার! এবারে বৈধভাবে তৈরি হচ্ছে এই আকাশ ছোঁয়া বিল্ডিং। তবে এই বিল্ডিং ইট পাথরের নয় এটি তৈরি হচ্ছে বাঁশ ও কাপড় দিয়ে। হুগলির শ্রীরামপুরের আরএমএস ময়দানে দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ ট্যুইন টাওয়ার। প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।
সম্প্রতি অবৈধ নির্মাণের স্তম্ভ নয়ডার ট্যুইন টাওয়ারকে ভেঙে ধুলিস্যাৎ করে দেওয়া হয় আদালতের নির্দেশে। উচ্চতায় স্ট্যাচু অফ লিবার্টিকেও হার মানিয়ে ছিল ট্যুইন টাওয়ার। আকাশ ছোঁয়া চল্লিশ তলা এই বিল্ডিংটি মাত্র ৯ সেকেন্ডের মধ্যেই ভেঙে ধুলিস্যাৎ হয়ে যায়। এই অবৈধ নির্মাণের ধ্বংসলীলার সাক্ষী গোটা দেশ। সংবাদ মাধ্যমের পর্দায় ট্যুইন টাওয়ারের ধ্বংসলীলা দেখেছেন দেশবাসী। আবারও সেই ট্যুইন টাওয়ার এর আদলেই তৈরি হচ্ছে হুগলির শ্রীরামপুরের আরএমএস ময়দান এর পূজা মন্ডপ।
advertisement
আরও পড়ুন: পার্থর ২০১ ভুয়ো সংস্থার ডিরেক্টর রিক্সাচালক-দিনমজুর! সব রহস্য ফাঁস করলেন অর্পিতা
শ্রীরামপুরের বেশ কিছু ঐতিহ্যবাহী পূজার মধ্যে একটি হল আরএমএস ময়দানের দুর্গা পুজো। প্রতিবছরই অভিনবত্বের ছোঁয়া থাকে এখানের পূজো মণ্ডপে। এই বছরও পিছিয়ে নেই পূজা আয়োজকরা। সম্প্রতিকালে বহু চর্চিত বিষয়ে টুইন টাওয়ারকে মন্ডপের মধ্যে প্রতিস্থাপন করছেন পূজা আয়োজকরা। তবে এই টাওয়ারের উচ্চতা হবে ৪০ ফুট। রথের দিনে খুঁটি পুজো থেকে শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের কাজ। আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপূজার। তার আগে মণ্ডপ নির্মাণের কাজে ব্যস্ত নির্মাণকারীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: পার্থর ২০১ ভুয়ো সংস্থার ডিরেক্টর রিক্সাচালক-দিনমজুর! সব রহস্য ফাঁস করলেন অর্পিতা
আকাশ ছোঁয়া এই মণ্ডপের সেফটি সিকিউরিটির জন্য মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার নিজে এসে মন্ডপ নির্মাণের কাজ পরিদর্শন করে গেছেন। প্রশাসনের গাইডলাইন মেনে সমস্ত কাজ হচ্ছে কিনা তা সরজমিনের খতিয়ে দেখেছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।
advertisement
এই বিষয়ে পূজা আয়োজক পাপ্পু সিং জানান, প্রতিবছরই তাদের মণ্ডপসয্যার মধ্যে অভিনবত্বের ছোঁয়া থাকে। আধুনিকতা ও শিল্পের মিশ্রন ঘটে তাদের পূজা মন্ডপে। এই বছরও সেই পথেই হাঁটছেন তারা। নয়ডার ট্যুইন টাওয়ার অনেক হুগলির বাসিন্দারাই নিজের চোখে দেখেননি। আগামী দিনে তা দেখা সম্ভব নয়। তাই এই বছরের তাদের পূজার বিশেষ আকর্ষণ তাদের মন্ডপ ট্যুইন টাওয়ার।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Pujo 2022: দুর্গাপুজোয় ফের তৈরি হচ্ছে নয়ডার ট্যুইন টাওয়ার, এবারে বৈধভাবে!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement