একে একে নিশানায় পার্থ-অনুব্রত-মলয়, ভয়ঙ্কর অভিযোগ তুলল তৃণমূল!

Last Updated:

কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। 

নিশানায় পার্থ-অনুব্রত-মলয়
নিশানায় পার্থ-অনুব্রত-মলয়
#কলকাতা: সকাল থেকেই রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের মন্ত্রীকেও। এবার এই বিষয় নিয়ে সরব হতে দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তাদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে।
এদিন দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তদন্তের বিষয় তদন্তের মধ্যে পড়বে। এটা নিয়ে আমাদের মন্তব্য নেই৷ কিন্তু আমাদের টাইমিং নিয়ে প্রশ্ন আছে। ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের প্রশ্ন আছে। বিজেপি নেতারা বলে যাচ্ছেন এর বাড়ি যাবে, ওর বাড়ি যাবে। আর তারপরেই এই সব হচ্ছে। এজেন্সি দিয়ে সমস্যা করা হচ্ছে। অস্বস্তি ও বিড়ম্বনায় ফেলতে এই সব করছে৷ বিজেপি নেতাদের পূর্বাভাষ বলছে এটা আইনি কম, এটা রাজনৈতিক বেশি৷ সবাই বুঝতে পারছেন একটা রাজনৈতিক দলকে লক্ষ্য করে এই সব করা হচ্ছে। এর প্রেক্ষিত রাজনৈতিক ভাবে ব্যবহার হচ্ছে।
advertisement
আরও পড়ুন: পার্থর ২০১ ভুয়ো সংস্থার ডিরেক্টর রিক্সাচালক-দিনমজুর! সব রহস্য ফাঁস করলেন অর্পিতা
প্রথমে পার্থ চট্টোপাধ্যায়। তারপর অনুব্রত মণ্ডল। একাধিক মামলায় ইডি-সিবিআইয়ের  হাতে পরপর দুই হেভিওয়েট নেতার গ্রেফতারির পর এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দু’দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলের ছাত্র-যুব সংগঠন। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির  নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ঘাস-ফুল শিবির। গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এর আগে এসএসসি-নিয়োগ দুর্নীতি মামলায়  ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনুব্রত গ্রেফতারের পর বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ও প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হয় তৃণমূল।
advertisement
advertisement
আরও পড়ুন: ইউক্রেন ফেরত ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর: কেন্দ্র
জোড়া ফুল শিবিরের অভিযোগ, সারদা মামলায় এফআইআরে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি? বুধবার এই নিয়েও তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়। যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ পদ্ম শিবির।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর অবশ্য এই নিয়ে এখনও দলের অবস্থান স্পষ্ট করেনি ঘাস-ফুল শিবির। উল্টে তাঁর গ্রেফতারির একদিনের মধ্যেই ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে দল। যা অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
একে একে নিশানায় পার্থ-অনুব্রত-মলয়, ভয়ঙ্কর অভিযোগ তুলল তৃণমূল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement