Hoogly News: রাস্তার পাশের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ডাম্পার! প্রাণে বাঁচলেও কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ী

Last Updated:

মঙ্গলবার সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা হুগলির গোঘাটে। রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল ডাম্পার। সব হারিয়ে দিশেহারা খাবার দোকানের মহিলা মালিক

+
title=

হুগলি: তখন সবে দিনের আলো একটু একটু করে ফুটছে, রাস্তাঘাটে বিশেষ একটা লোকজন নামেনি। সেই সময়েই ভয়ঙ্কর কাণ্ড ঘটল গোঘাটে। হুড়মুড়িয়ে ডাম্পার ঢুকে গেল রাস্তার পাশে থাকা এক খাবারের দোকানে। কাণ্ড দেখে ছুটে এলেন আশেপাশের মানুষ। খবর পেয়ে দৌড়াতে দৌড়াতে এসে হাজির হন ওই খাবারের দোকানের মহিলা দোকানদার। সব দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পথের ধারের খাবারের দোকান‌ই একমাত্র সম্বল। এটা চালিয়েই কোনরকমে দুটো পয়সা রোজগার হয়। তা দিয়েই চলে সংসার। সেই ছোট দোকান‌ই এই দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কী করে ঘুরে দাঁড়াবেন, কীভাবে সংসার চলবে ভেবে কুল পাচ্ছেন না মহিলা দোকানদার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে হুগলির গোঘাটের চণ্ডিপুর এলাকায়।
জানা গিয়েছে, কোতুলপুর থেকে আরামবাগের দিকে আসছিল একটি ডাম্পার। চণ্ডিপুরের কাছে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারে থাকা ওই খাবারের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে! এই ঘটনায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত। তবে সৌভাগ্যক্রমে প্রাণহানির মত বড় বিপদ এড়ানো গিয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন ডাম্পারে থাকা এক ব্যক্তি। এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খাবারের দোকানটি পুরো চুরমার হয়ে নষ্ট হয়ে গিয়েছে। ভেতরে যা জিনিস ছিল সব ভেঙে গিয়েছে। এই অবস্থায় প্রবল দুশ্চিন্তায় পড়েছেন মহিলা দোকানদার।
advertisement
advertisement
এই দুর্ঘটনা প্রসঙ্গে খাবারের দোকানের মালিক জানান, "সকালের দিকে দোকান খুলতে এসে দেখি একটা ডাম্পার দোকানে ধাক্কা মেরে সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে।" হতাশায় ওই মহিলা কাঁদতে কাঁদতে বলেন, "আমরা গরিব মানুষ, কোনরকমে দোকান চালিয়ে সংসার চলে। এই দুর্ঘটনার পর কীভাবে ঘুরে দাঁড়াব জানি না।" দোকানদারের দাবি, তাঁর দোকানে প্রচুর জিনিস ছিল। এই ঘটনার ফলে দেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে।
advertisement
এই দুর্ঘটনার জেরে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা গোঘাটের রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আবার যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারের চালককে আটক করা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hoogly News: রাস্তার পাশের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ডাম্পার! প্রাণে বাঁচলেও কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement