Hooghly News: বৈদ্যবাটিতে অবৈধভাবে নিকাশি নালা ভরাট করায় জলমগ্ন হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
গলির বৈদ্যবাটিতে অবৈধভাবে ভরাট হচ্ছে নিকাশি ব্যবস্থা। যার ফলে সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড সহ আরো ৩ টি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা যায় এই ২০ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে। অল্প বৃষ্টিতে ২০ নম্বর ওয়ার্ডের একাংশ জলে ডুবে যায়, তার মধ্যেই নিকাশি ব্যবস্থা বন্ধ করে নির্মাণ কার্য করায় এখন থেকেই ড্রেনের কানায় কানায় জল উপচে পড়ছে। এই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে কাউন্সিলরকে জানানো হলে 20 নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সেখানে গিয়ে কাজ বন্ধ করায়।
advertisement
আরও পড়ুন ঃ ৭ বছরের ভাইয়ের ভরসায় ছেলেকে পুকুরে স্নান করতে ছেড়েছিলেন দিদি! সেই ভুলের বড় মাশুল দিল পরিবার
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুড়ি নম্বর ওয়ার্ডের মূল নিকাশি ব্যবস্থার উপরে কোপ পড়েছে। নিকাশি ব্যবস্থা বন্ধ করা হলে বর্ষা হলেই ঘর বাড়িতে জল ঢুকে যাবে। এখনি নর্দমাগুলির কানায় কানায় জল ভর্তি। কিভাবে বেসরকারি কারখানাটি এলাকার সমস্ত নিকাশি ব্যবস্থা বুঝিয়ে সেখানে তাদের নির্মাণ গড়ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ।
advertisement
advertisement
স্থানীয় ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি তিনি বলেন, কোনরকম উপযুক্ত আনুমতি ছাড়াই বেসরকারি সংস্থাটি নিকাশি ব্যবস্থা অবৈধভাবে বোজানোর কাজ করছে। স্থানীয় মানুষদের থেকে খবর পেয়ে তিনি ওই ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করেন তারা। কাউন্সিলর হুঁশিয়ারি দিয়েছেন এইভাবে যদি নিকাশি ব্যবস্থা বোজানো হয় তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2023 7:04 PM IST