Hooghly News: বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কা সাইকেলে, গুরুতর আহত চতুর্থ শ্রেণির ছাত্র
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত চতুর্থ শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে হাসপাতালে
হুগলি: বেপরোয়া মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হল এক স্কুল পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে পুড়শুরার চিলাডাঙি গোপীনাথপুর কাঠের পোল এলাকায়। আহত ওই পড়ুয়ার নাম নুর আলম মিদ্দা। সে চতুর্থ শ্রেণিতে পড়ে। জানা গিয়েছে, এদিন সাইকেলে করে স্থানীয় একটি হিমঘর থেকে আলু আনার জন্য যাচ্ছিল ওই পড়ুয়া। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ভ্যানটি তার সাইকেলে ধাক্কা মারে। ঘটনা জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা দ্রুত ওই বাচ্চা ছেলেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুর আলমের সাইকেলে মারুতি ভ্যান ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সে রাস্তায় ছিটকে পড়ে। আশেপাশের লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন। বাচ্চা ছেলেটিকে তাড়াতাড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় থানায় খবর দেন এলাকার মানুষ।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুড়শুড়া থানার পুলিশ। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মারুতি ভ্যানটিকে আটক করেছে পুলিশ।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2023 5:11 PM IST










